ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাতিজাকে হত্যার দায়ে চাচার যাবজ্জীবন


গো নিউজ২৪ | পাবনা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ০৭:৫১ পিএম
ভাতিজাকে হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

পাবনা: আপন চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ডে দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি জেলার আটঘরিয়া উপজেলার রোকনপুর গ্রামের আজম আলীর ছেলে আব্দুল বারেক (৬৫)। 

ভাতিজা আব্দুল খালেকের ছেলে জহুরুল ইসলামকে (৩২) হত্যার দায়ে বুধবার (১৮ অক্টোবর) পাবনার বিশেষ জজ আদালতের বিচার লিয়াকত মোল্লা এই রায় ঘোষণা করেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০১ সালের ১০ই নভেম্বর সন্ধ্যায় ইরি ধানের মাঠে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে চাচা ভাতিজা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে চাচা আব্দুল বারেক ভাতিজা জহুরুলকে ফালা ছুড়ে মারে। এতে তার বাম পায়ে লেগে ঘটনাস্থলেই জহুরুল মারা যায়। 

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত জহুরুল ইসলামের বাবা আব্দুল খালেক বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 

মামলার অন্য আসামিরা হলেন- আব্দুল বারেকের স্ত্রী নেছা খাতুন, মেয়ে শাহানা খাতুন, ছেলে নজরুল ইসলাম ও শহিদুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা আটঘরিয়া থানার উপপরিদর্শক (এস আই) আব্দুর রশিদ ২০০১ সালের ১০ই নভেম্বর তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। 

দীর্ঘ শুনানিতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আসামিদের অনুপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে আসামী আব্দুল বারেককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামলার অন্য আসামিদের বেকসুর খালাম দেয়া হয়। 

মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট খন্দুকার আব্দুল রকিব এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আইয়ুব খান খোকন। 

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা