ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লু হোয়েলের পর ফেসবুকে নতুন আরেক বিপজ্জনক গেম


গো নিউজ২৪ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৭, ০৮:২৫ পিএম
ব্লু হোয়েলের পর ফেসবুকে নতুন আরেক বিপজ্জনক গেম

ব্লু হোয়েলের পর ফেসবুকে ছড়িয়েছে নতুন আরেক বিপজ্জনক গেম। এই গেম কিশোর-কিশোরীদের দুই দিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ থাকতে উৎসাহিত করে।

মনে করা হচ্ছে, ১৪ বছর বয়সী অনেক কিশোর-কিশোরী ফেসবুকে ৪৮ ঘণ্টা চ্যালেঞ্জের এই গেমটি খেলছে। গেমটিতে বাড়ি থেকে ২ দিনের জন্য হঠাৎ নিখোঁজ হয়ে পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার জন্য বলা হয়। অংশগ্রহণকারীরা যতদিন বাইরে থাকবে তত বেশি নম্বর অর্জন করবে।  চিন্তায় পড়ে পরিবারের লোকজন সোশাল মিডিয়ায় যত বেশি তাদের খবর জানতে চাইবে তাতেও তাঁরা পাবে গেম পয়েন্ট। অর্থাৎ নিখোঁজ কিশোররা পুরস্কৃত হবে যখন তাদের চিন্তিত বাবা তাদের খোঁজে ফেসবুকে বন্ধুদের সাহায্যের জন্য জিজ্ঞাসা করেন।

৪৮ ঘণ্টা চ্যালেঞ্জে অংশগ্রহণকারী একজন সন্তানের মা বেলফাস্ট লাইভকে বলেন, 'এটি একটি প্রতিযোগিতা এবং এটা অসুস্থ। অযৌক্তিকভাবে নিখোঁজ হওয়াটা পরিবারের জন্য উদ্বিগ্নের। আতঙ্কে থাকতে হয় যে তারা মারা গিয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, পাচার করা হয়েছে বা হত্যা করা হয়েছে। কিন্তু এই বাচ্চারা মনে করে এটা মজার খেলা।

পুলিশের মতে, অনেক কিশোর এ খেলায় ৪৮ ঘণ্টার সময়সীমা উপেক্ষা করে আরো বেশি সময় নিখোঁজ থাকতে আগ্রহী থাকে।

উল্লেখ্য, 'গেম অফ ৭২' নামের এই গেমটি গত বছরে উত্তর ইউরোপে ফেসবুকে ভাইরাল হয়েছিল। এখন এই গেমের কারণে আতঙ্কে থাকতে হচ্ছে ব্রিটেনের অনেক অভিভাবকদের। কারণ গেমটিতে অংশগ্রহণকারী সাহসী কিশোররা একে-অপরকে ১২, ২৪ অথবা ৭২ ঘণ্টার জন্য পরিবার থেকে নিখোঁজ হওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়ে থাকে।কালের কণ্ঠ 

 

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে