ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লু হোয়েল: ৪১ ধাপ খেলার পর...


গো নিউজ২৪ | লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ০৭:০৯ পিএম
ব্লু হোয়েল: ৪১ ধাপ খেলার পর...

ব্লু-হোয়েল গেম খেলায় আসক্ত হয়ে পড়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শাহিনুর রহমান নামের ৯ম শ্রেণীর এক ছাত্র। ওই ছাত্র উপজেলার ধবলসূতি গ্রামের সফিয়ার রহমানের ছেলে। ওই শিক্ষার্থী এ পর্যন্ত ৪১ ধাপ খেলার পর আচার-আচরণে পরিবর্তন দেখা দিলে বিষয়টি সবার নজরে আসে। এই খেলায় আসক্ত হয়ে ওই ছাত্র তার হাত ও পায়ের ১৩টি স্থানে ক্ষত করেছে।

জানা গেছে, উপজেলার ধবলসুতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র শাহিনুর রহমান (১৪) গত ০১ মাস হতে ব্লু-হোয়েল গেম খেলায় আসক্ত হয়ে পড়ে। মঙ্গলবার (১৭ অক্টোবর) নবম শ্রেণীর বাংলা ক্লাস চলার সময় ছাত্রটির আচরণ কথা- বার্তায় সন্দেহ জনক হওয়ায় ওই শ্রেণীর বাংলা শিক্ষক আবু তাহের শিক্ষার্থীকে একান্তে জিজ্ঞাস করেন। সে প্রথমার্ধে স্বীকার না করলেও ছাত্রের শরীরের বিভিন্ন জায়গায় কাটা ক্ষত দেখে এর কারন জিজ্ঞাসার একপর্যায়ে সে ব্লু -হোয়েল গেম খেলার কথা স্বীকার করে।

একাধিক শিক্ষক জানান, বেশ কিছুদিন ধরে শাহিনুরের ক্লাসে অমনোযোগি, কথা- বার্তা অসংলগ্ন, হতাশা লক্ষ্য করা যাচ্ছে। গত ০১ মাস ধরে সে গেম্স ব্লু-হোয়েল খেলে আসছে এবং ৪১ ধাপ খেলেছে বলেও সে স্বীকার করে। বর্তমানে শাহিনুর একা থাকতে, নিজেকে আঘাত পেতে, গভীর রাতে উচু স্থানে যেতে ভাল লাগে বলে জানিয়েছে। গেমের নির্দেশনানুযায়ী সে ব্লেড দিয়ে শরীরে গভীরভাবে কেটেছে ও  দাগ এঁকেছে।

শিক্ষকরা জানান,তার হাত ও পায়ের ১৩টি স্থানে ক্ষত দেখা দিয়েছে।

ধবলসুতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম তার বিদ্যালয়ের ছাত্র ব্লু-হোয়েল গেম খেলায় আসক্তের ঘটনা স্বীকার করে জানান, আমরা তাৎক্ষনিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। শিক্ষার্থীর অভিভাবককেও ঘটনা জানিয়ে হাসপাতালে ভর্তি করতে বলেছি।   

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলম বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানিয়েছেন। শিক্ষার্থীকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার জন্য বলা হয়েছে। এছাড়া প্রকৃত ঘটনা তদন্ত করে দেখা হবে।

গোনিউজ২৪/কেআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা