ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্র্যাডম্যানের সঙ্গে স্মিথ, ডাবল সেঞ্চুরির দিনে রেকর্ডের ফুলঝুরি


গো নিউজ২৪ | আরিফুর রাজু প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৭, ০৩:১৬ পিএম আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৭, ০৯:১৬ এএম
ব্র্যাডম্যানের সঙ্গে স্মিথ, ডাবল সেঞ্চুরির দিনে রেকর্ডের ফুলঝুরি

ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। দ্বিতীয় দিনে ৯২ রানে ইনিংস শেষ হলে তৃতীয় দিনে ব্যাট হাতে নামেন তিনি।  সঙ্গে ছিলেন শেন মার্শ। কিন্তু তিনি বেশ সুবিধা করতে পারেননি।  মাত্র ২৮ রানের মাথায় মাঠ ছাড়েন। এর পর নামেন মিচেল মার্শ।  তিনি দিনের শুরু থেকে স্মিথকে বেশ সঙ্গ দেন। তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। তার এমন পারফর্মের দিনের ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পান অধিনায়ক স্মিথ। এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ডাবল।  

* আজকের ম্যাচটিতে বেশ কয়েকটি রেকর্ডের সাক্ষী হন স্মিথ। একটি মার্শকে নিয়ে।  বাকিগুলো নিজেই। অাজকের ম্যাচে পঞ্চম উইকেটে মার্শ-স্মিথের ২৩৭ রানের জুটিটি অ্যাশেজের সর্বোচ্চ রানের জুটি।  

*মজার ব্যাপার হলো,  ম্যাচটিতে নন ওপেনার হিসেবে দ্বিতীয় অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির মালিক হন স্মিথ। ১৯৪৬ সালে হোম ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন স্যার ডন ব্যাডম্যান।

*ম্যাচটিতে ডাবল সেঞ্চুরির করে ব্যাডম্যান-সিমপস্পনদের এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন স্মিথ। অ্যাশেজে ডাবল সেঞ্চুরি হাঁকানো চার ব্যাটসম্যান।  স্যার ডন ব্যাডম্যান, ওয়ালটার হ্যামন্ড, ভব সিমপস্পন, স্টিভেন স্মিথ।

*নিজের এমন ছন্দময় দিনে চতুর্থবারের মতো এক বর্ষপঞ্জিকায় এক হাজার রানের কীর্তি গড়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান।  চলতি বছরের আগে ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালেও স্মিথ হাজার রান করেছিলেন।  ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টানা চার বছর হাজার রান তোলার রেকর্ড গড়েছেন স্মিথ।

হেইডেন টানা পাঁচ বছর এক বর্ষপঞ্জিকায় হাজার রান করেছিলেন। ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর সাদা পোশাকে রাঙিয়ে দেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার।

১১তম ক্রিকেটার হিসেবে চার বছর এক বর্ষপঞ্জীকায় হাজার রান তুলেছেন স্মিথ। এ রেকর্ড বুকে সবার থেকে এগিয়ে শচীন টেন্ডুলকার।  ভারতের এ কিংবদন্তি ক্রিকেটার ছয়বার এক বর্ষপঞ্জীকায় এক হাজার রান করেছেন। ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, অ্যালিস্টার কুক, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা পাঁচবার এক বর্ষপঞ্জিকায় করেছেন হাজার রান।  এছাড়া সুনীল গাভাস্কার, স্মিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক ও কেভিন পিটারসেন করেছেন চারবার করে।

এক বর্ষপঞ্জিকায় ১০০০ রান (চারবার বা তার বেশি) :

স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)- ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) – ২০০৬, ২০১০, ২০১২, ২০১৫, ২০১৬
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ২০০৪, ২০০৬, ২০০৯, ২০১১, ২০১৪
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) – ২০০৮, ২০০৯, ২০১২, ২০১৩
কেভিন পিটারসেন (ইংল্যান্ড) – ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১২
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) – ২০০২, ২০০৪, ২০০৫, ২০০৭, ২০১০
শচীন টেন্ডুলকার (ভারত) – ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০২, ২০০৮, ২০১০
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ২০০২, ২০০৩, ২০০৫, ২০০৬, ২০০৮
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)- ২০০১, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)- ১৯৯৫, ২০০১, ২০০৩, ২০০৪, ২০০৫
সুনীল গাভাস্কার (ভারত)- ১৯৭৬, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮৩।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ