ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যাপক সাড়া ডটবাংলায়, প্রচারণা বইমেলাতেও


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০১৭, ১১:২৪ এএম
ব্যাপক সাড়া ডটবাংলায়, প্রচারণা বইমেলাতেও

বাংলা ভাষায় ওয়েবসাইট খুলতে ডোমেইন নেওয়ার জন্য ডটবাংলার নিবন্ধনে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

সংস্থাটি বলছে, এরইমধ্যে নিবন্ধনের জন্যে এক হাজার আবেদন জমা পড়েছে। ডটবাংলাকে জনপ্রিয় করতে আসছে একুশে বইমেলাতেও ডটবাংলার প্রচারণা ও নিবন্ধনের ব্যবস্থা থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্বোধনের পর থেকে গত ১ জানুয়ারি থেকে নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে দেশের সাংবিধানিক, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও কপিরাইট, ট্রেড মার্ক, ব্র্যান্ডনেম প্রতিষ্ঠানের বিপরীতে নিবন্ধন চলছে।

এ সময়ে চাইলে আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন- গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো প্রতিষ্ঠানের বিপরীতে ডোমেইন নেওয়া যাবে বলে জানান তারা।  

আর দ্বিতীয় পর্যায়ে নিবন্ধন শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। এ পর্যায়ে দেশের সর্বসাধারণের জন্য ডটবাংলা ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে। একুশে বইমেলাতেও এর কার্যক্রম চালানো হবে।      

ডটবাংলার অপারেশনের দায়িত্বে থাকা বিটিসিএল-এর বিভাগীয় প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, নিবন্ধনে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। উদ্বোধনের পর থেকে নিবন্ধনের সংখ্যা এ পর্যন্ত হাজার খানেক ছাড়িয়েছে।

তিনি বলেন, নিবন্ধনের জন্য ডাটা মাইগ্রেশন হয়ে গেছে। এখন জোন ফাইল থেকে সিঙ্ক করার কাজ বাকি। আগামী এক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে।

ভবিষ্যতে এ প্রক্রিয়া অনলাইনে করা হলে কার্যক্রম দ্রুত করা যাবে বলে জানান শহীদুল ইসলাম।

গত ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডটবাংলা (.বাংলা) ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ১ জানুয়ারি থেকে শুরু হয় নিবন্ধন। এ ডোমেইন রাষ্ট্রের জাতীয় পরিচিতি হিসেবে কাজ করে। ডটবাংলা হলো ইউনিকোড দিয়ে স্বীকৃত বাংলা ভাষার বাংলাদেশি ডোমেইন।

এদিকে ডটবাংলা ডোমেইন নেওয়ার জন্য বিটিসিএলের ওয়েবসাইটেও নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট ফি’র সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ও অনলাইনে ফি পরিশোধের খরচও দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে।

বাংলাদেশের জন্য ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নম্বর (আইসিএএনএন) বোর্ডের স্বীকৃত দু’টি ডোমেইনের একটি হল ডটবিডি (.bd), অন্যটি ডটবাংলা (.বাংলা)।

বিটিসিএলের হিসাবে বর্তমানে ডটবিডির সক্রিয় নিবন্ধন সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। বিটিসিএল সূত্র জানায়, বইমেলায় একটি স্টল থাকবে। সেখানে বাংলাদেশি দুই ডোমেইনের জন্য ৬০/৭০ হাজার নিবন্ধন হবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের ৫ অক্টোবর বাংলাদেশের জন্য ডটবাংলা ডোমেইন বরাদ্দ চূড়ান্ত হয়। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও সিয়েরা লিওনও এ ডোমেনের আবেদন করেছিল। সূত্র: প্রিয়.কম

 

গো নিউজ২৪/জা আ 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক