ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোল্টকে বাংলা শিখাচ্ছেন মুস্তাফিজ!


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৬, ১১:২৫ এএম আপডেট: ডিসেম্বর ১২, ২০১৬, ০৬:১২ এএম
বোল্টকে বাংলা শিখাচ্ছেন মুস্তাফিজ!

চলতি আইপিএলের সবার কাছে  অন্যতম আকর্ষণে পরিণত হয়েছেন  নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমান। গত এক বছরে বাঁ-হাতি পেসের তোপে দেশ-বিদেশের বহু ক্রিকেটপ্রেমীর মন জয় করে নিয়েছেন তিনি।

আইপিএলে প্রথমবার খেলতে গিয়ে ভাষাগত সমস্যায় পড়লেও সতীর্থদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি মুস্তাফিজের। ট্রেন বোল্টের সঙ্গে তো ভাষা নিয়ে একটু খুনসুটিও করলেন বাংলাদেশের সেরা পেসার।
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) আজ  মুস্তাফিজ-বোল্টদের দল হায়দ্রাবাদ সানরাইজার্সের প্রতিপক্ষ শক্তিশালী র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের ভেন্যু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। গতকাল বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছানোর পর নিউজিল্যান্ডের পেসার বোল্টের সঙ্গে রসিকতায় মেতে উঠলেন মুস্তাফিজ।
 
বোল্টকে মুস্তাফিজ বাংলায় প্রশ্ন করেন, ‘কেমন আছ?’ বোল্ট প্রথমে তা বুঝে উঠতে পারেননি। পরে একজন তাঁকে বুঝিয়ে বলেন যে ‘কেমন আছ’ ইংরেজিতে হবে ‘হাউ আর ইউ?’ বোল্টও রসিকতা করতে ছাড়েননি। তিনি হিন্দিতে জবাব দেন, ‘বহুত আচ্ছা!’ এরপর দুই বন্ধুই হেসে গড়িয়ে পড়েন একে অন্যের গায়ে।

বিমানবন্দরে রসিকতায় মেতে উঠলেও প্রথম একাদশে সুযোগ পেতে বোল্টের সঙ্গেই হয়তো লড়তে হবে মুস্তাফিজকে। কারণ তার মতো বোল্টও বা-হাতি পেসার। মুস্তাফিজ অবশ্য একটা জায়গায় এগিয়ে আছেন। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি বোল্ট। অন্যদিকে চোট থেকে সেরে উঠে তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটার-মাস্টার। এর মধ্যে ২২ রানে পাঁচ উইকেট নিয়েছেন বোল্টের দেশ নিউজিল্যান্ডের বিপক্ষেই। যা বিশ্বকাপের সেরা বোলিংও ইনিংসও বটে ।


গো নিউজ/ এটি

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ