ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বোলিংয়ে নতুন অস্ত্র প্রয়োগ করবেন মুস্তাফিজ


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০১৬, ০৬:৫৬ পিএম
বোলিংয়ে নতুন অস্ত্র প্রয়োগ করবেন মুস্তাফিজ

২০১৫ সাল স্বপ্নের মত কেটেছে বাংলাদেশের। আর এই স্বপ্নের অন্যতম রূপকার ছিলেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। মাত্র নয় ম্যাচে তিনবার পাঁচ উইকেটসহ উইকেট নিয়েছেন মোট ২৬টি। আর ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ঝুলিতে পুড়েছেন ১০ উইকেট। এক ‘কাটার’ নামক মারণাস্ত্রে বাঘা বাঘা ব্যাটসম্যানদের ঘায়েল করেছেন মুস্তাফিজ। এবার তার অস্ত্রাগারে আরও একটি নতুন অস্ত্র যোগ করবেন বলে জানান এই দেশসেরা পেসার।

ভারতের একটি পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় মুস্তাফিজ বলেন, ‘আমি বোলিংয়ে বৈচিত্র্য যোগ করতে খুব বেশি অনুশীলন করিনি। আমার যা আছে তাই নিয়েই আমি কাজ করে থাকি। আমি ইয়র্কার অনুশীলন করি। লাসিথ মালিঙ্গা স্লোয়ার ইয়র্কার করে থাকেন। আমার ইচ্ছা পরে আমি এটা নিয়ে কাজ করবো। কিন্তু বর্তমানে আমার সকল মনোযোগ এশিয়া ও বিশ্বকাপ টি-টোয়েন্টির উপর।’

সাম্প্রতিক সময়ের দুর্দান্ত সাফল্যে তাকে এক কোটি ৪০ লাখ ভারতীয় রুপিতে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে আইপিএলে খেলার জন্য তিনি কখনোই মরিয়া ছিলেন না বলে জানান মুস্তাফিজ।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি আইপিএলের চুক্তিভুক্ত হবার জন্য কখনোই মরিয়া ছিলাম না। সত্যি কথা বলতে কি, আমার এতো বেশি আকাঙ্ক্ষা নাই। কিন্তু যখন ভারতের বিপক্ষে ভালো করেছিলাম তখনই ভেবেছিলাম আমার প্রতি হয়তো কিছু লোক আগ্রহ দেখাতে পারে।’

ভারতের এই লাভজনক লিগে খেলার উচ্ছ্বাস প্রকাশ করে স্বল্পভাষী মুস্তাফিজ বলেন, ‘আমি জানি আমার দেশের মানুষের আমার উপর অনেক আশা রয়েছে। আইপিএল আমার জন্য একটা ভালো ক্ষেত্র হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে আমার প্রথম বছরে কিছু জিনিস শিখেছি। আমার দক্ষতা দেখানোর জন্য এটা একটা ভালো জায়গা হতে পারে। ভারতীয় দর্শক এবং কিছু ভালো খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারা আমার জন্য ভালো অভিজ্ঞতা হবে।’

এস এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ