ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বোলারদের হ্যাট্রিকে বাংলাদেশ দ্বিতীয়!


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২৯, ২০১৭, ১২:১০ পিএম
বোলারদের হ্যাট্রিকে বাংলাদেশ দ্বিতীয়!

স্পোর্টস ডেস্ক: ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক হ্যাট্রিক করেছেন বাংলাদেশ দলের তরুণ পেস তারকা তাসকিন আহমেদ। ইনিংসের ৫০ তম ওভারে বল করতে এসে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিন লঙ্কান আসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপকে আউট করে পঞ্চম বাংলাদেশী হিসেবে হ্যাটট্রিক করেন তাসকিন।

এর মাধ্যমে বাংলাদেশ দলও স্পর্শ করেছে দারুণ এক মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করা বোলারদের সংখ্যার তালিকায় বাংলাদেশ এখন দুই নম্বরে উঠে এসেছে।

বর্তমানে বাংলাদেশের চেয়ে হ্যাটট্রিক করা বোলার বেশি আছে কেবল পাকিস্তান ও অস্ট্রেলিয়ায়। এই দুই ক্রিকেট পরাশক্তিরই সমান ৬ জন করে বোলার ওয়ানডেতে হ্যাট্রিক করেছেন।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বপ্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন টাইগারদের এক সময়ের তারকা পেসার শাহাদাত হোসেন রাজীব। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে হারারেতে এই মাইলফলক স্পর্শ করেন।

এরপর, টাইগার স্পিনার আব্দুর রাজ্জাক সেই জিম্বাবুয়ের বিপক্ষেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে হ্যাট্রিকের কোটা পূর্ণ করেছিলেন। তাছাড়াও বাংলাদেশের হয়ে হ্যাট্রিকের তালিকায় আরও আছেন পেসার রুবেল হোসেন এবং স্পিনার তাইজুল ইসলাম।

২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রুবেলের হ্যাট্রিকের মাধ্যমেই কিউইদের পরাজিত করেছিলো টাইগাররা। তাসকিনের আগে সর্বশেষ বাংলাদেশি বোলার হিসেবে হ্যাট্রিক করেছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ