ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেরোবিতে ২ ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টা


গো নিউজ২৪ | বেরোবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৭, ১০:৪১ এএম
বেরোবিতে ২ ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টা

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ মুখতার ইলাহী হলের সভাপতি ইমতিয়াজ বসুনিয়া এবং সাবেক সহ-সভাপতি হাদিউজ্জান হাদিকে হত্যার উদ্দেশে তাদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এ ঘটনা ঘটে।  আহতরা বর্তমানে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার রাত ১২টার দিকে ইমতিয়াজ ও হাদী খাওয়ার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হন।  পথিমধ্যে ড. ওয়াজেদ মিঞা রিসার্স ইনস্টিটিউটের  নির্মাণাধীন ভবনের কাজে নিয়োজিত দুজন লোক তাদের চা খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যেতে চায়।  তারা দুজন যেতে না চাইলে তাদের কয়েকবার অনুরোধ করা হয়।  এরপর তারা ওই লোকদের সাথে নির্মাণাধীন ভবনের ভিতরে দায়িত্বরত কর্মচারীর ঘরে যান।

এ সময় তাদের চা ও বিস্কুট খেতে দেওয়া হলে হাদিউজ্জামান হাদী চা খেয়েই অচেতন হয়ে পড়েন।  আর তখনই ঘরের ভিতর প্রায় ১৫ জনের মতো লোক ঢুকে তাদের ওপর হামলা চালায়।

পরে দুর্বৃত্তরা চলে গেলে ইমতিয়াজ বসুনিয়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এস আই মুহিবুলকে ফোন করেন।  এস আই মুহিবুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করলে প্রক্টর জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে যাওয়ার আগে কেউ যেন সেখানে না যায়।  কিন্তু প্রশাসনের আসতে দেরি হলে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গিয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত হাদিউজ্জামান হাদীর জ্ঞান ফেরেনি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত ইমতিয়াজ বসুনিয়া জানান, তাদের ওপর হামলাকারীদের মধ্যে কিছু কর্মচারী ও কয়েকজন শিবির নেতা ছিল।

গোনিউজ২৪/এমবি
 

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল