ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেরোবি জুড়ে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ প্রস্তাবনার প্রতিবাদ


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৭, ০৫:৪৬ পিএম আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১১:৪৬ এএম
বেরোবি জুড়ে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ প্রস্তাবনার প্রতিবাদ

রংপুর: ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামকরণ প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর গ্রহণ ও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন।

সম্প্রতি রংপুর বিশ্ববিদ্যালয়টি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রচেষ্টায় রংপুর সার্কিট হাউজ রোডের নাহার ম্যানসনে প্রস্তাবনা করা হয়েছে।

এদিকে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম বেরোবির প্রতিষ্ঠাকালীন নামে হওয়ায় তা প্রত্যাহারের দাবি জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, রংপুর বিশ্ববিদ্যালয় নামে বেরোবির যাত্রা শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়টিকে এ নামেও দেশবাসীর কাছে পরিচিত। তাই ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম স্থান বা বিভাগের নামে হলে বেরোবির ভাবমূর্তি ক্ষুণœ হবে বলে শিক্ষার্থীরা মনে করছেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ২০০৯ সালে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয়। 

গোনিউজ২৪/পিআর

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল