ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে ইটভাটায় ব্যাপক ক্ষতি, বাড়বে দাম


গো নিউজ২৪ | উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০৮:০০ পিএম
বৃষ্টিতে ইটভাটায় ব্যাপক ক্ষতি, বাড়বে দাম

মির্জাপুর (টাঙ্গাইল): দুইদিনের বৃষ্টিতে মির্জাপুর উপজেলার ৬৫টি ইট ভাটায় ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হয়ে প্রায় ২৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভাটা মালিকরা। সংশ্লিষ্টরা বলছেন ক্ষতি পোষাতে এ বছর ইটের দাম বৃদ্ধি পেতে পারে।

এলাকাবাসী ও ইটভাটা মালিকরা জানান, মির্জাপুরে ৬৫টি ইটভাটা রয়েছে। গত ১৫ দিন আগে প্রায় সব ভাটায় ইট পোড়ানো শুরু হয়। কিন্তু শনিবার সকাল থেকে অঝোরধারায় বৃষ্টি শুরু হয়ে সারাদিন অব্যাহত থাকায় ভাটাগুলোতে পোড়ানোর জন্য তৈরি করা কাঁচা ইট গলে নষ্ট হয়ে গেছে। এছাড়া প্রত্যেকটি ভাটার আগুন নিভে যাওয়ার উপক্রম হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বৃষ্টির পর পুনরায় ভাটাগুলোতে ইট প্রস্তুত করা হবে। এজন্য তাদের দিগুণ খরচ হবে বলে ভাটা মালিকরা জানিয়েছেন।

উপজেলা সদরের বাইমহাটি এলাকার হাকিম ব্রিকসের মালিক মো. আওলাদ হোসেন জানান, তার দুটি ভাটার সব কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরকম ক্ষতি সব ভাটারই হয়েছে।

তিনি বলেন, ‘বৃষ্টির আগে যেখানে প্রতি হাজার ইট সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা দরে বিক্রি করেছি এখন সেখানে সাড়ে আট হাজার থেকে ৯ হাজার টাকা দরে বিক্রি করতে হবে। এতেও ক্ষতি পুষিয়ে ওঠা যাবে না। তাছাড়া ভাটার বাৎসরিক লক্ষ্যমাত্রাও পূরণ করা যাবে না।’

টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান জানান, এ বছর ইট ভাটার কোনো মালিক লাভের মুখ দেখতে পারবেন না। প্রত্যেককেই কমবেশি ক্ষতির সম্মুখীন হতে হবে।

গোনিউজ/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা