ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুক পকেটে রাখা স্যামসাং মোবাইলে বিস্ফোরণ, দেখুন ভিডিও


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৭, ০৬:৪৫ পিএম আপডেট: অক্টোবর ৭, ২০১৭, ১২:৪৫ পিএম
বুক পকেটে রাখা স্যামসাং মোবাইলে বিস্ফোরণ, দেখুন ভিডিও

এক ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছেন। বুক পকেটে ছিল স্যামসাংয়ের মোবাইলটি। হঠাত্ই সেটার বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় ওই ব্যক্তির জামায়। কোনও রকমে জামাটা খুলে ফেলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে ওই ব্যক্তি রক্ষা পেয়েছেন।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়।

স্যামসাঙের গ্যালাক্সি নোট ৭ নিয়ে গত বছরেই বেশ হইচই হয়েছিল। সংস্থার এই মডেলের বিস্ফোরণের আকছার রিপোর্ট আসছিল। সেই ঘটনার জন্য স্যামসাং ক্ষমা চেয়ে নিয়ে ওই মডেলের সব ফোন বাজার থেকে তুলে নেয়। গ্যালাক্সি নোট ৭-এর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি, তার পর ফের এই বিস্ফোরণের ঘটনা সংস্থার ভাবমূর্তির উপর একটা প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চ্যানেল নিউজ এশিয়া সূত্রের খবর থেকে জানা যায়, যে ব্যক্তির বুক পকেটে ফোনের বিস্ফোরণ ঘটে, সেই ফোনটি ছিল গ্র্যান্ড ডুয়োজ মডেলের। ২০১৩-য় বাজারে এসেছিল মডেলটি। তবে সংবাদমাধ্যমে স্যামসাং দাবি করেছে, ওই ফোনে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেটা তাদের সংস্থার তৈরি নয়। কোনও থার্ড পার্টির। সেই সঙ্গে তারা ওই গ্রাহকের দ্রুত আরোগ্য কামনাও করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় থার্ড পার্টির তৈরি অ্যাকসেসরিজ ফোনে ব্যবহার করে থাকেন গ্রাহকরা। আর উন্নয়নশীল দেশগুলোতে এটা সাধারণ ঘটনা। আসল অ্যাকসেসরিজের অতিরিক্ত দামের জন্যই থার্ড পার্টি অ্যাকসেসরিজের দিকে ঝোঁকেন তাঁরা। ফলে বিস্ফোরণের মতো ঘটনার ঝুঁকি থেকেই যায়।

গো নিউজ২৪/এবি

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক