ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের প্রতি কী বার্তা দিল নতুন সৌদি যুবরাজের নিয়োগ?


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০১৭, ০১:১৯ পিএম আপডেট: জুন ২২, ২০১৭, ০৭:১৯ এএম
বিশ্বের প্রতি কী বার্তা দিল নতুন সৌদি যুবরাজের নিয়োগ?

নিজের ৩১ বছর বয়সী ছেলে মোহাম্মদ বিন সালমানকে উত্তরসূরি হিসেবে যুবরাজের চেয়ারে বসিয়ে সৌদি আরবের প্রশাসন ব্যবস্থায় নাটকীয় পরিবর্তন আনলেন দেশটির বাদশা সালমান। এর আগে এক রাতের সিদ্ধান্তে ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে ক্রাউন প্রিন্স বা যুবরাজের পদ থেকে সরিয়ে দেন ৮১ বছর বয়সী এই বাদশা।

নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদকে একই সঙ্গে দেয়া হয়েছে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব। প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও তার দায়িত্ব অব্যাহত থাকবে। মূলত ইয়েমেন যুদ্ধে সৌদি-নেতৃত্বাধীন জোটের কার্যক্রম দেখাশোনা করেন মোহাম্মদ বিন সালমান। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১ হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র ক্রয় চুক্তি করেছেন তিনি। ২০৩০ সালের মধ্যে তেলনির্ভর অর্থনীতির পরিবর্তে বেসরকারি বিনিয়োগ-ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন এই সৌদি যুবরাজ। এর নাম দিয়েছেন ‘ভিশন-২০৩০’।

মধ্যপ্রাচ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিপক্ষে সামরিক অভিযান দেখাশোনার দায়িত্ব মোহাম্মদ বিন সালমানের। অভিযোগ আছে, দেশটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় এ পর্যন্ত কয়েক হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে। এছাড়া কাতার ও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পেছনেও রয়েছে তার পরিকল্পনা। আগে ডেপুটি ক্রাউন প্রিন্সের দায়িত্ব পালন করেছেন তিনি। তখন নারী অধিকার বিষয়ক নতুন আইন প্রণয়ন করার পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের উচ্চপদে নিয়োগের ব্যবস্থা করেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আঞ্চলিক স্থিতিশীলতাকে। তবে তুলনামূলকভাবে অনভিজ্ঞ নতুন যুবরাজ সেক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারবে তা নিয়ে আছে সংশয়। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাতার, ইয়েমেন এবং ইরানের ব্যাপারে কঠোর অবস্থানে ছিলেন মোহাম্মদ বিন সালমান। চলমান সংকটের মধ্যেও তার এই অবস্থানকে সমর্থন দিয়েছে মার্কিন প্রশাসন। অবশ্য কাতার ইস্যুতে আগের চেয়ে নমনীয় অবস্থানে এসেছে যুক্তরাষ্ট্র।

গত ৫ জুন ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেয়ার অভিযোগ তুলে কাতারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব এবং তার মিত্র মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। পরে এই তালিকায় যুক্ত হয় মালদ্বীপ এবং লিবিয়া ও ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকার। ওই অভিযোগকে শুরু থেকেই ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে আসছে কাতারি প্রশাসন। এই সংকটে রিয়াদের পক্ষেই ছিল ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, নতুন যুবরাজের দায়িত্ব গ্রহণের পর কাতার, ইরান এবং ইয়েমেনের ব্যাপারে আরও শক্ত অবস্থানে যাবে সৌদি আরব।

বিশেষ করে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে আরও অস্থিতিশীলতা যাবে। চলতি মাসের শুরুর দিকে ইরানি পার্লামেন্ট ভবন এবং দেশটির ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনির মাজারে হামলার ঘটনার জন্য সৌদি আরবের দিকে আঙুল তুলেছে ইরান। এই অযুহাতে সিরিয়ায় মিসাইল হামলাও করেছে দেশটি। এর আগে এক সাক্ষাৎকারে মোহাম্মদ বিন সালমান বলেন, ‘ইরানের প্রাথমিক লক্ষ্য আমরা। আমরা সৌদি আরবে বসে তাদের সঙ্গে যুদ্ধের জন্য অপেক্ষা করবো না। বরং আমরা এমনভাবে কাজ করবো, যাতে ইরানের ভেতরেই যুদ্ধ করা যায়।’ নিজের অবস্থান বোঝাতে সুন্নি দেশগুলোর সেনাবাহিনী নিয়ে ইসলামি সামরিক জোটও গঠন করেছে সৌদি আরব।

এতে অবশ্য ইয়েমেনে শান্তি ফিরে আসার প্রত্যাশাও শেষ হয়ে গেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিপক্ষে ইয়েমেনি সরকারি বাহিনীকে সমর্থনের ক্ষেত্রে প্রধান ভূমিকায় আছেন মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের স্থিতিশীলতার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত সৌদি আরবের স্থিতিশীলতা। এজন্য সেখানে ইরান সমর্থিত কোনও গোষ্ঠিকে জয়ী হতে দেবে না দেশটি। তার মানে দাঁড়ায়, ইয়েমেনে ইরান-সৌদি আরব প্রক্সি যুদ্ধের নিষ্ঠুরতা অব্যাহত থাকবে।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও