ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাংক এখন কী বলে দেখি: কাদের


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ০৭:৫০ পিএম
বিশ্বব্যাংক এখন কী বলে দেখি: কাদের

ঢাকা: পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র নিয়ে কানাডার আদালত রায় দিয়েছে, বিশ্ব ব্যাংক এখন কী বলে দেখি, বিশ্ব ব্যাংকের জবাবের অপেক্ষায় আছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে কৃষিবিদ দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিশ্বের দরবারে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ বাংলাদেশের সক্ষমতার প্রমাণ দাবি করে উল্লেখ করে কাদের বলেন, “পদ্মাসেতু আমাদের সক্ষমতার প্রমাণ, সারা বিশ্বের কাছে সম্মান। বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ দিয়েছিলাম। বলেছিলাম নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করবো। বাঙালি বীরের জাতি, চোরের জাতি না। কানাডার আদালতে প্রমাণ হয়েছে। আমরা তাকিয়ে আছি অতঃপর বিশ্ব ব্যাংক কী বলবে? তাদের কী বলার আছে জানতে চাই।”

পদ্মাসেতু নিয়ে প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র নিয়ে বিশ্ব ব্যাংকের তোলা অভিযোগের কথা তুলে ধরে কাদের বলেন, “কত অপমান, কত অসম্মান। দুর্নীতির অভিযোগ দিয়েছে বিশ্ব ব্যাংক। হতাশায় নিমজ্জিত হয়েছিলাম আমরা। অনেকে টিটকারি করেছে, বিদ্রুপ করেছে, আবার কিছু কিছু পত্রিকায় সমালোচনাও করেছে। বাদ যায়নি টিভিতে সুশীলদের কথাও। আজ প্রমাণিত হয়েছে সেই পদ্মা সেতু স্বচ্ছতার মধ্য শুরু হয়েছিল।”

১৮ সালের শেষের দিকে একই রকম স্বচ্ছতার মধ্য দিয়ে শেষ হবে বলেও জানান তিনি।

কৃষিবিদ ইন্সটিটিউটের সভাপতি এএমএম সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ইন্সটিটিউটের সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মহাসচিব খায়রুল আলম প্রিন্স, যুগ্ম মহাসচিব মুকসুদ আলম খান মুকুট প্রমুখ।

গোনিউজ২৪/এম

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন