ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিরাট-আনুশকার বিয়েতে খরচ হয়েছে কত?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০৬:৫৭ পিএম
বিরাট-আনুশকার বিয়েতে খরচ হয়েছে কত?

মধ্য ইতালির প্রায় ২৩ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে সবুজ প্রকৃতির মাখামাখি। গ্রামের নাম তাসকানি। সেই তাসকানিতেই বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাত পাঁকে বাঁধা পড়লেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটের রাজপুত্র ,ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

বছরচারেক আগে শ্যাম্পুর বিজ্ঞাপন করতে গিয়ে দু‘জনের পরিচয়। এরপর আদাব ও আলাপ,ঘনিষ্টতা, চার বছর চুটিয়ে করেছেন প্রেম এবং প্রণয়। ব্যাকরণ অনুযায়ী এরপর পরিণয়।জৌলুসে কোহলি-আনুশকার বিয়ে টেক্কা দিয়েছে পৃথিবীজোড়া তাবড় তাবড় সেলিব্রিটিদেরকেও।

বিয়ের পাঁচ দিন অতিবাহিত হয়ে গেলেও কিছুতেই যেন কাটছে না তার রেশ। এখন নতুন করে আবার ভক্ত-সমর্থকদের মনে কৌতূহল জেগেছে বিয়েতে ঠিক কত টাকা খরচ করেছেন কোহলি-আনুশকা? তবে এর সঠিক উত্তর করো কাছে নেই। তবে বিভিন্ন মহলে গুঞ্জন রটেছে, এই তারকা জুটির বিয়েতে খরচ হয়েছে ১০ কোটিরও অধিক টাকা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবরের আলোকে মিলল এমন তথ্য।  কোহলি-আনুশকার যেখানে বিয়ে হয়েছে সেখানে এক রাত থাকার খরচ ছয় লাখ ৫০ হাজার থেকে ১৪ লাখ টাকা। রিসোর্টসহ সেই প্রাসাদের জন্য কোহলি-আনুশকাকে প্রতিদিন ভাড়া গুনতে হয়েছে প্রায় এক কোটি টাকা।

দীর্ঘদিনের প্রেমের সফল এই পরিণতির আগে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের উপস্থিতিতে আংটি বদল হয়েছিল কোহলি ও আনুশকার। ভারতীয় গণমাধ্যম বলছে, এনগেজমেন্টের আংটি হিসেবে আনুশকার জন্য কোহলি পছন্দ করেছিলেন অস্ট্রিয়ার এক ডিজাইনারের রূপায়ণ করা হীরের আংটি।আংটিটি বেশ দুস্প্রাপ্য। যা কিনতে তিনমাস লেগেছে বিরাটের। নক্ষত্রখচিত সেই হীরে বিভিন্ন কৌণিক প্রান্ত থেকে এক এক রকম দেখতে লাগে। সেই হীরের দাম এক কোটি রুপি।

ভারতের এই আলোচিত জুটির বিয়ের সব ছবি তোলার দায়িত্বে ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ওয়েডিং ফটোগ্রাফার জোসেফ রাধিক। ভারতীয় গণমাধ্যমের দাবি, ভিডিও ও স্থিরচিত্র মিলিয়ে এই জুটির বিয়েতে শুধু ফটোগ্রাফি বাবদই খরচ করা হয়েছে দুই কোটি টাকা। আনুশকা শর্মা বিয়েতে ফ্লোরাল পিংক রঙের যে লেহেঙ্গা পরেছিলেন, তার দাম প্রায় ৩০ লাখ রুপি। কোহলির পরেন ছিল ১০ লাখ রুপির সিল্কের শেরওয়ানি। এই জুটির অনুষ্ঠানের সব পোশাক ডিজাইন করেছেন কলকাতার সব্যসাচী মুখার্জি।

মেহেদি, সঙ্গীত অনুষ্ঠান, বিয়ে এবং রিসিপশনের সব পোশাক মিলিয়ে এই জুটির খরচ প্রায় দেড় কোটি। পাশাপাশি দেশে ফিরে রিসেপশনের জন্য যে সব হাই-প্রোফাইল অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের কার্ডের সঙ্গে পাঠানো হচ্ছে কয়েক লাখ টাকার ড্রাই ফ্রুটসের প্যাকেট। এছাড়াও কোহলি-আনুশকার বিয়ের আনুষঙ্গিক খরচ আরও কয়েক কোটি। সবমিলিয়ে বিয়ে বাবদ এই তারকা জুটির খরচ হয়েছে ১০ কোটি টাকারও বেশি। কেউ কেউ বলছে টাকার অঙ্কটা ১২ কোটি।

অবশ্য বিয়ের ছবি ও ভিডিও বেচে দেওয়া হচ্ছে দেশের একটি বিনোদন ম্যাগাজিন এবং সম্প্রচারকারী চ্যানেলকে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বিয়ের সমস্ত ছবির এক্সক্লুসিভ রাইটস বিক্রি করে দিয়ে অন্তত কিছুটা পয়সা উসুল করে নিতে পারবেন কোহলি-আনুশকা। এই তারকা জুটির বিয়ের পুরোটাই দায়িত্ব দেওয়া হয়েছিল ‘শাদি স্কোয়াড’ নামের এক বিয়ের আয়োজক সংস্থাকে।

গোনিউজ ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ