ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০১৭, ০৩:২৯ পিএম আপডেট: মে ২৮, ২০১৭, ০৯:২৯ এএম
বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। নতুন এই অস্ত্র পরীক্ষার বিষয়টি তত্ত্বাবধায়ন করেছেন খোদ কিম জং-উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, নতুন এই অস্ত্র ব্যবস্থা যেকোনও দিক থেকে উড়ে আসা বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে আঘাত হানতে পারবে। বিমান বিধ্বংসী নতুন এ ব্যবস্থা কোরিয়ার আকাশ নিয়ন্ত্রণ করতে শত্রুর স্বপ্ন নস্যাৎ করে দেবে।

উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান অ্যাকাডেমি এই পরীক্ষার আয়োজন করেছে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে এই অস্ত্রের উৎপাদনও শুরু করেছে উত্তর কোরিয়া।

মাত্র এক সপ্তাহ আগেই উত্তর কোরিয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। জাতিসংঘ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তা মোটেই পরোয়া করছে না দেশটি।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে উত্তর কোরিয়া। এ ইস্যুতে দুদেশের উত্তেজনা মাত্রা ছাড়িয়েছে। দেখা দিয়েছে যুদ্ধাবস্থা। চীন উত্তর কোরিয়াকে দমনে সহায়তা না করলে প্রয়োজনে একাই সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় দুপক্ষকেই সতর্ক করেছে চীন ও রাশিয়া।

চলতি বছর উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এ অঞ্চলে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সাথে দেশটির উত্তেজনা চরমে পৌঁছেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলেও বিরাজ করছে উদ্বেগ। সব পক্ষকে ‘সংযত আচরণ’ করার আহ্বান জানিয়েছে পিয়ংইয়ংয়ের মিত্র চীন। 

কূটনৈতিক উপায়ে বিরোধ নিরসনে রাজি হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র। এ জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোর করাসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে নিয়ে কূটনৈতিক উপায় অবলম্বন এবং উত্তর কোরিয়াকে ‘সন্ত্রাসীদের মদদদাতা রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র