ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

বিপিএলের নিয়ম ভেঙে বিপদে খুলনা টাইটান্স


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ১২:০২ পিএম
বিপিএলের নিয়ম ভেঙে বিপদে খুলনা টাইটান্স

বিপিএলের গত মৌসুমে সবচেয়ে দুর্বল দল ছিল খুলনা টাইটান্সের। তবুও দারুণ পারফর্মেন্স দেখিয়েছেন টাইটান্সরা।  সবার নজর কেড়েছিল তারা। তাই এবারের আসরকে সামনে রেখে ঘটা করে দল সাজানো শুরু করেছেন দলটি। 

এরই মধ্যে কোচ হিসেবে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে টাইটান্সরা। আর আইকন হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছে, দলটির গত আসরের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।

আর এখানেই নিয়ম ভেঙেছে খুলনা টাইটান্স। বিপিএলের বাইলজ অনুযায়ী এই টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল ঘোষণা না দেয়া পর্যন্ত কোনো ফ্রেঞ্চাইজি আইকন চূড়ান্ত করতে পারে না।

চলতি মাসের ৫ তারিখ রাজধানীর একটি হোটেলে টাইটান্সের প্রধাণ কোচ ও দলটির আইকন হিসেবে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।

যা বিপিএলের গভর্নিং কাউন্সিলের নিয়ম পরিপন্থী। এই প্রসঙ্গে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস সাম্প্রতি সংবাদ মাধ্যেমের সাথে আলাপকালে জানিয়েছেন এক্ষেত্রে নিয়ম ভেঙেছে খুলনা টাইটান্স। 

জালাল ইউনুসের ভাষ্যমতে, ‘এখানে একটি কারিগরি ত্রুটি হয়ে গেছে।  আইকন ক্রিকেটার এতো শীঘ্রই তাদের বলা উচিত ছিল না। কারণ আমরা এখনও সিদ্ধান্ত নেই নি কতজন ক্রিকেটার আইকন হবে। রিয়াদ যে একজন আইকন এটা সবাই জানে। কিন্তু অফিসিয়ালি এটা ঘোষণা করা হয়নি। এর আগে আমরা দেখেছি, খুলনা টাইটান্স তাকে নিয়ে অফিসিয়ালি পরিচয় করে দিয়েছে।  এ ব্যাপারটি আইনসম্মত হয়নি। ’

উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর।  এবারের আসরে ফিরছে সিলেটের দল।  ফলে, প্রথমবারের মতো ৮টি দলের অংশগ্রহণে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। 

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ