ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিপিএলে আজ মাঠে নামবে যে ৪টি দল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৭, ০৯:৪২ এএম
বিপিএলে আজ মাঠে নামবে যে ৪টি দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২১ ম্যাচে আজ মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ সোমবার  শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় মুখোমুখি হবে দুই দল। সাকিব ও তামিমের দল জিতেছে নিজেদের শেষ চার লড়াইয়ে। অথচ সিলেটে উভয় দলই হেরে শুরু করেছিল। এবার টানা পঞ্চম জয়ের হাতছানি।

৬ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা। এক ম্যাচ কম খেলা কুমিল্লার পয়েন্ট ৮, আছে দুইয়ে।

এভিন লুইস, কাইরন পোলার্ড, সুনিল নারিনদের সঙ্গে আফ্রিদি যোগ হওয়ায় ঢাকার শক্তি বেড়েছে। তিন ম্যাচ খেলে দুই ম্যাচেই ঢাকার জয়ের নায়ক ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। শনিবার ঢাকার ডেরায় এসে পৌঁছেছেন আরেক পাকিস্তানি, বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।

কুমিল্লাও শক্তি বাড়িয়েছে পাকিস্তানি দুই ক্রিকেটার শোয়েব মালিক ও হাসান আলীকে এনেই। শনিবার রাতের ম্যাচে মাশরাফী-গেইল-ম্যাককালামদের রংপুর রাইডার্সকে হারিয়ে আত্মবিশ্বাস আরেকধাপ উঁচুতে নিয়ে গেছেন তামিমরা।

আজ দ্বিতীয় খেলায় সন্ধ্যায় নাসিদের সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে মাশরাফীর রংপুর। টানা তিন জয়ে দুর্দান্ত শুরু করেছিল সিলেট। উড়তে থাকা দলটি ঢাকায় এসে ছন্দ হারিয়ে ফেলে। মিরপুরে এখনও জয়ের মুখ দেখেনি। দলের ভাগ্য ঘোরাতে মেন্টর হিসেবে উড়িয়ে আনা হয়েছে ওয়াকার ইউনুসকে। অভিজ্ঞতার পুরোটা নিংড়ে দিয়ে সিলেটের ভাগ্যের চাকা ঘোরাতে চান পাকিস্তানের এই সাবেক ফাস্ট বোলার ও কোচ।

রংপুর ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ বানাতে চান ওয়াকার, ‘টুর্নামেন্টের শুরুটা আমরা দারুণ করেছিলাম। প্রথম তিন ম্যাচেই জিতেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরি আমাদের কিছুটা পেছনে ঠেলে দিয়েছে। লিয়াম প্লাঙ্কেট তার শতভাগ দিতে পারেনি। আমরা কালকেই (সোমবার) ঘুরে দাঁড়াতে চাইছি। টুর্নামেন্টে ভাল কিছু করতেই আমরা এখানে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য নতুন। কালকের ম্যাচে সিলেট আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবে।’

সিলেটের মতো রংপুরও হেরেছে টানা তিন ম্যাচ। গেইল-ম্যাককালামের মতো তারকা এনেও ভাগ্য ফেরাতে না পারায় কিছুটা হতাশা আছে দলের মাঝে। আবার আশায় বুক বাধা হচ্ছে গেইল-ম্যাককালামদের ঘিয়েই। তারা ছন্দ পেয়ে টানা হারের ব্যর্থতা ঘুচিয়ে জয়ের দিকে তরী ঘোরাবেন, এমন প্রত্যাশা করেন রংপুরের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের।

‘এটা দুঃখজনক যে দলের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা এখনও খেলতে পারিনি। সেজন্যই তলানিতে আছি। কিন্তু আমার মনে হয় পরিস্থিতি বদলাবে। যে দুই-তিনজন একেবারেই নতুন প্লেয়ার এসেছে, যদিও তারা হাই-প্রোফাইল প্লেয়ার, দলের সাথে একাত্ম হতে তাদেরও সময় লাগবে। দুই-একটা ম্যাচ সবারই প্রয়োজন হয়। আমি মনে করি তাদের প্রথম ম্যাচটা তেমনই গেছে। এই দলটাই যখন জেতা শুরু করবে ধারাবাহিকভাবেই জিততে থাকবে। সেই ক্ষমতা তারা রাখে।’

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ