ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিনা বিচারে দেড় যুগ বন্দি: জামিন পেলেন ৩ জন


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৬, ০৩:৫৮ পিএম
বিনা বিচারে দেড় যুগ বন্দি:  জামিন পেলেন ৩ জন

তারা চার জন বিনা বিচারে প্রায় দেড় যুগ সময় কারাগারে বন্দি আছেন। তবে আজ এক আদেশে আদালত চারজনের মধ্যে তিনজনকে জামিন দিয়েছেন। এরা হলেন- মকবুল হোসেন, সেন্টু ওরফে কামাল ও বিল্লাল হোসেন।

একই সাথে আদালত এই তিনজনের মামলা আগামী ৯০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। তবে বিনা বিচারে বন্দি আরেক আসামি চাঁন মিয়াকে জামিন না দিয়ে তার মামলাটি ৬০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত।

রোববার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। এরআগে সকালে  গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সেন্টু ওরফে কামাল, চাঁন মিয়া ওরফে কালু মিয়া, মকবুল হোসেন এবং বিল্লাল হোসেনকে হাইকোর্টে হাজির করা হয়। বিনাবিচারে তারা প্রায় দেড় যুগ ধরে কারাগারে রয়েছেন। 

বিনা বিচারে কারাগারে বন্দি থাকা এই চারজনকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদন আইনজীবী কুমার দেবুল দে নজরে আনলে আদালত গত ২০ নভেম্বর এক আদেশে আজ এই চারজনকে আদালতে হাজির করার নির্দেশ দেন। একই সঙ্গে এ চারজনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

এই চারজনের মধ্যে চাঁন মিয়া কাশিমপুর কারাগারে ১৯৯৯ সাল থেকে বন্দি আছেন ঢাকার শ্যামপুর থানার একটি হত্যা মামলার আসামি হয়ে। মাদারীপুরের মকবুল হোসেন রাজধানীর উত্তরা থানার একটি হত্যা মামলায় ২০০০ সালে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্যদিকে মতিঝিলের এজিবি কলোনির সেন্টু ওরফে কামাল গ্রেপ্তার হন ২০০১ সালে। আর কুমিল্লার বিল্লাল হোসেন তেজগাঁও থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় আটক হয়ে কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন ২০০২ সাল থেকে।

গো-নিউজ২৪/বিএস

 

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড