ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিধ্বংসী জুবায়েরকে ফেরালেন তাসকিন


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৫:২৩ পিএম আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৭, ১১:২৫ এএম
বিধ্বংসী জুবায়েরকে ফেরালেন তাসকিন

নিজেদের শেষ বারের মত ঝালিয়ে নিতে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম।  ৭৪.১ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

টাইগারদের ৩০৬ রানের জবাবে খেলতে নেমে করার অল্প সময়ের ব্যবধানে উইকেট হারাচ্ছে দক্ষিণ আফ্রিকা।  প্রথমদিনে দলীয় ২১ রানে ১ উইকেট হারানোর পর দ্বিতীয় দিনের শুরুতেই ফের বিপদে পড়ে আফ্রিকা একাদশ।  দলীয় ২৫ রানের মাথায় টাইগার পেসার শুভাশীষের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন এয়াছিল ভালি।  সেই ক্ষত ভালো না হতেই ফের ৩৬ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটে আফ্রিকার।  

শুভাশীষ-শফিউল ম্যাজিক দেখালো, তবে কি মোস্তাফিজ বসে থাকার পাত্র? মোটেও নয়। তিনিও দেখালেন কাটার জাদু। তুলে নিলেন উইকেট।  ভিত্তি শক্ত করে এগোতে থাকা হেনরিচকে ব্যক্তিগত ১৬ রানের মাথায় সাজঘরে পাঠান তিনি।  এরপর দক্ষিণ আফ্রিকার হামযাকে ফেরারন তাসকিন আহমেদ।  দলীয় ১১০ রানের মাথায় আঘাত হানেন তিনি। 

এ প্রতিবেদন লিখা ৪২.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১২৫ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে মুমিনুল হক ও মুশফিকুর রহিম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। এছাড়া ইনিংস ঘোষণার আগে হাফসেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান। তিনি ৫৮ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন। তার সঙ্গে ৮ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদও।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় টস জিতে ব্যাট করতে নামার কিছুক্ষণ পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তামিম। এরপর সৌম্য সরকারের সঙ্গে জুটি বাঁধেন ইমরুল কায়েস। তারা দুজন দলীয় স্কোরকে ৮৪ রান পর্যন্ত টেনে নেন। এরপর ইমরুল কায়েস ৩৪ রান করে আউট হন। দলীয় ৯২ রানের মাথায় সৌম্য সরকারও ফিরে যান। যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৩টি রান।

এরপর তৃতীয় উইকেটে জুটি বাঁধেন মুশফিক ও মুমিনুল। তারা দুজন ১১৯ রানের জুটি গড়েন। এরপর দলীয় ২১১ রানে আউট হন মুমিনুল হক। যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬৮ রান। যেখানে ৯টি চারের মার ছিল। এরপর দ্রুত চারটি উইকেট হারায় বাংলাদেশ। ২ উইকেটে ২১১ রান করা বাংলাদেশ মুহূর্তেই ৬ উইকেটে ২২০ হয়ে যায়। সেখান থেকে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ দলীয় স্কোরকে টেনে নেন ২৭২ রান পর্যন্ত। এরপর ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফেরেন মিরাজ। এরপর ইনিংস ঘোষণার আগ পর্যন্ত তাসকিন আহমেদকে নিয়ে ক্রিজে থাকেন সাব্বির রহমান।

বল হাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একাদশের মাইকেল কোহেন একাই ৪টি উইকেট নেন।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ