ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয়ীর বেশে শাহী-জিসান, ফুলে ফুলে বরণ


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: জুলাই ১৮, ২০১৭, ০৩:২৭ পিএম আপডেট: জুলাই ১৮, ২০১৭, ০৯:৩৩ এএম
বিজয়ীর বেশে শাহী-জিসান, ফুলে ফুলে বরণ

যশোর: নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিজয়ীর বেশে ফিরলেন যশোর ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রওশন ইকবাল শাহী ও সাধারণ সম্পাদক সালছাবিল আহমেদ জিসান। বিমানবন্দরে তাদের দেয়া হয় ফুলেল শুভেচ্ছা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে দুই নেতা ঢাকা থেকে যশোর বিমানবন্দরে এলে নেতাকর্মীরা তাকে বরণ করতে যান। তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন। 

গত ১০ জুলাই ছাত্রলীগের সম্মেলনের পরই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকায় চলে যান। সভাপতি শাহী বিবাহিত অভিযোগ করে তাকে সরানোর চেষ্টা করছিলেন যশোর সদরের এমপি কাজী নাবিল আহমেদ পক্ষ। 

আর এ অভিযোগ মিথ্যা দাবি করে কেন্দ্রীয় নেতাদের বোঝাতে ঢাকায় অবস্থান করছিলেন শাহী-জিসানসহ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারীরা। শেষ পর্যন্ত শাহী-জিসানকে যথাক্রমে সভাপতি-সম্পাদকের দায়িত্ব দিলে বিজয়ীর বেশে তাদের যশোর ফিরতে দেখা যায়।

বিমান থেকে নেমে...

দুই নেতাকে বরণ করতে সকাল থেকেই জেলার ৮ উপজেলা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমএম কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, বিসিএমসি কলেজসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে যশোর বিমানবন্দরে জড়ো হন। তারা ফুলের ডালি ও মালা হাতে অপেক্ষা করছিলেন।

সকাল ১০টা ৪০ মিনিটে তারা বিমান থেকে নেমে এলে স্লোগান স্লোগানে মুখরিত হতে থাকে বিমানবন্দর এলাকা। সেখানে এক দফা ফুলেল শুভেচ্ছা জানানো শেষ হলে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নেতারা শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরাল কার্যালয়ে আসেন। সেখানে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আসেন গাড়িখানাস্থ দলীয় কার্যালয়ে। সেখানে চলে আরেক দফা ফুলেল শুভেচ্ছা। 

বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাদের শুভেচ্ছায় সিক্ত হন যশোর ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের সাথে উপস্থিত ছিলেন যশোর ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

ছাত্রলীগের শাহীকে সরাতে এমপির ‘কাবিননামা’ অস্ত্র
শাহীই সভাপতি, এমপি নাবিলের পরাজয়ে উল্লাস

গো নিউজ২৪/এন

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন