ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজ্ঞাপন নয়, কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা করছি: অনন্ত


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০১:৪১ পিএম আপডেট: আগস্ট ২০, ২০১৭, ০৭:৪১ এএম
বিজ্ঞাপন নয়, কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা করছি: অনন্ত

ঢাকা: চিত্রনায়ক অনন্ত জলিল যাই করেন, তাই ঘটনা! অসম্ভবকে সম্ভব করাই তার কাজ! ঢাকাই ছবির এই চিত্রনায়ক বর্তমানে মজেছেন ধর্মে কর্মে। ক’দিন আগে হঠাৎ রাজধানীর রবীন্দ্র সরোবরে সবাইকে হাজির হতে বলে ইসলামের পথে আসার দাওয়াত দিয়ে হৈ চৈ ফেলে দেন। শুধু দেশে নয়, বিশ্ব মিডিয়ায় সাড়া ফেলে দেন তিনি। আর এবার ইসলামে দাওয়াত নিয়ে গেলেন নারায়ণগঞ্জে। আর সেখানেও গিয়েও রীতিমত দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি।

গেল মাসে হঠাৎ সব ভক্ত অনুরাগীদের রাজধানীর রবীন্দ্র সরোবরে আসতে বলেন চিত্রনায়ক অনন্ত জলিল। ঘোষণা দেন, সবাইকে চমকে দিবেন তিনি। কথামতো সত্যিই চমকে দেন এই চিত্রনায়ক। মাথায় পাগড়ী, শরীরে ইয়া মস্ত জুব্বা পরে রবীন্দ্রসরোবরে এসে সবাইকে ইসলামের দাওয়াত দিলেন। যে খবরটি দেশের সীমা পেড়িয়ে শিরোনাম হয়েছে গোটা বিশ্বে। আর এবার ইসলামের পথে দাওয়াতের কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এবার গেলেন নারায়য়ণগঞ্জ। সেখানেও গিয়ে আলোচনার কেন্দ্রে এই নায়ক। তবে এবার তিনি প্রশ্নবিদ্ধ!

শনিবারে নিজের ফেসবুকে একটি ছবি দেন অনন্ত জলিল। সেখানে দেখা যায় তিনি ফাযায়েলে আমল পড়ছেন। এই ছবি ফেসবুকে দেয়ার পর প্রচুর নেতিবাচক মন্তব্য আসে। অনেকে বলছেন, স্রেফ আলোচনায় আসতেই এখন তিনি ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছেন! এগুলো সব লোক দেখানো। কেনো না, হাদিস কোরআন মানুষকে দেখিয়ে দেখিয়ে করার কিছু নেই। অনন্ত যা করছেন তা শোআপ। তাছাড়া তাবলীগে গিয়েও তিনি ভক্তদের সঙ্গে একের পর এক ছবি পোস্ট করছেন। যারফলে অনেকে প্রশ্ন রাখছেন, এটা কি ধর্ম চর্চা নাকি ফটোসেশন? 

তবে এসেব তীর্যক ভাবনা গায়ে মাখছেন  না অনন্ত। ফাযায়েলে আমল বই পড়ার ছবিটি নিয়ে নেতিবাচক মন্তব্য আসায় রোববার তিনি একটি পাল্টা জবাব দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, বন্ধুগণ। আমি কোন কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছি না। ফাযায়েলে আমল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয় যার কারণে কিতাবসহ আমার ছবিটি প্রকাশ পায়। আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

এরপর কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা আল্লাহই ভালো জানেন মন্তব্য করে সবার কাছে তাবলীগে কাজ করার জন্য দোয়া চান। এ প্রসঙ্গে অনন্ত বলেন, বন্ধুগণ আমি আজ মুন্তাখাব হাদীস পড়ছি, আল্লাহতালা যেন আমাকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আর তিনিই ভালো জানেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন ইসলাম দাওয়াত ও তাবলিগ এর কাজ করতে সক্ষম হই।

বেশকিছু ধরে চলচ্চিত্রে নেই অনন্ত জলিল। ‘দ্য স্পাই’ নামের একটি ছবি করার কথা থাকলেও সেটা নিয়ে নেই তার বিশেষ উদ্যোগ। সম্প্রতি ছবিটি নিয়ে কাজের কথা থাকলেও তেমন লক্ষণ দেখা যাচ্ছে না মোটেও। তারওপর মাঝখানে আবার স্ত্রীর গর্ভে সন্তান থাকার কারণে ছবিটি আপাতত শুরু করতে পারছেন না বলেও দুঃখ প্রকাশ করেন তিনি। কিন্তু ক’দিন আগে হঠাৎ ‘ইসলাম প্রচারক’ হিসেবে আভির্ভূত হয়ে চমেকে দেন অনন্ত। আর সেই খবরটিকেই হাইলাইট করেছে বিশ্ব মিডিয়া।

গো নিউজ/এমটিএল

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী