ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিচারকের সামনেই স্ত্রীকে মারধর, স্বামীর তাৎক্ষণিক কারাদণ্ড


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম  প্রকাশিত: জুলাই ২৬, ২০১৭, ০৭:৪৯ পিএম
বিচারকের সামনেই স্ত্রীকে মারধর, স্বামীর তাৎক্ষণিক কারাদণ্ড

আদালতের কার্যক্রম চলাকালে স্ত্রীকে মারধর করেন স্বামী। স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন বিচারক। এরপর তাৎক্ষণিক বিচার করে স্বামীকে দিয়েছেন ১৫ দিনের কারাদণ্ড।

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আল-ইমরান খানের আদালতে এ ঘটনা ঘটে।

কারাদণ্ডপ্রাপ্ত আবদুর রহমান (৩৫) চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা জাফর আহমদের ছেলে। ভুক্তভোগী স্ত্রী শারমিন আক্তার একই এলাকার মৃত সোনা মিয়ার মেয়ে।

আদালত সূত্র জানায়, স্ত্রীর দায়ের করা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার হন শারমিনের ভাই মনজুরুল ইসলাম। বুধবার তাকে আদালতে হাজির করা হয়। ভাইকে দেখতে বুধবার আদালতে আসেন শারমিন। দুপুরে মহানগর হাকিম আল-ইমরান খানের এজলাস কক্ষে বসে ছিলেন তিনি। একপর্যায়ে সেখানে গিয়ে স্ত্রীকে বের করে আনেন আবদুর রহমান। এজলাস কক্ষের প্রবেশপথে শারমিনের কাছে মোবাইল খুঁজেন স্বামী। এ নিয়ে তর্কের একপর্যায়ে স্ত্রীকে মারধর শুরু করেন আবদুর রহমান। বিষয়টি নজরে আসায় পুলিশকে নির্দেশ দিয়ে দুইজনকে কাঠগড়ায় ডেকে নেন আদালত। এরপর স্ত্রী ঘটনার বর্ননা দেন। স্বামী দোষ স্বীকার করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, আদালতের সামনে এ ঘটনা ঘটার পর স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন বিচারক। এরপর আসামিকে ৩২৩ ধারায় ১৫ দিনের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর আবদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

গো নিউজ২৪/এমবি
 

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড