ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিএনপির সব অপকর্মের বিচার হবে


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ০৭:০০ পিএম
বিএনপির সব অপকর্মের বিচার হবে

বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যত অপকর্ম করেছে তার সবগুলোরই বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

হানিফ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় দেশে লুটপাটের মহড়া চলেছে। তাই বলছি অপেক্ষা করেন আপনাদের সকল অপকর্মের বিচার হবে ‘

তিনি বলেন, ‘বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই ষরযন্ত্রের মাধ্যমে এসেছে। বিএনপির অতীতকালের কথা জনগণ ভুলে যায়নি। তাদের সময়ে দেশ অন্ধকারাচ্ছন্ন ছিল। আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষকে অন্ধকার থেকে আলোতে তুলে এনেছে।’ 

তারেক রহমানকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘তারেক রহমান হত্যা, লুটপাট, আগুন ও অর্থপাচারসহ সকল অপকর্মের মূল। তার অপকর্মের কথা বলে শেষ করা যাবে না।’ 

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘যথাসময়ে নির্বাচন হবে। এই সরকারের অধীনেই নির্বাচন হবে। তাই লন্ডন গিয়ে ফর্মূলা খুঁজতে হবে না। দেশের সাধারণ মানুষের কাছে যান তাদের ভোটে পারলে সরকার গঠন করেন।’ 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. ফয়জুর রহমান বাদল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুননেসা বাপ্পী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। 

গো নিউজ২৪/এমবি

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন