ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালো এলডিপি


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৬, ০৪:০৬ পিএম আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৬, ১০:০৬ এএম
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালো এলডিপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের মাত্র ৪দিন আগে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন ২০ দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিভ পার্টির (এলডিপি) বহিষ্কৃত নেতা কামাল প্রধান। আজ শনিবার শহরের শায়েস্তা খান রোডের বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বাড়িতে গঠিত মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে কামাল প্রধান এ ঘোষণা দেন। এসময় ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

তবে কামাল প্রধানের সরে দাঁড়ানোর ঘটনায় ব্যালটে কোনও প্রভাব পড়বে না। ব্যালটে তার প্রতীক থাকছেই।

নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর মধ্যে এখনও ২০ দলের অপর শরীক দল কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস নির্বাচনি মাঠে রয়েছেন।

সংবাদ সম্মেলনে কামাল প্রধান বলেন, ‘যেহেতু আমরা ২০ দলে আছি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাই আমি নেত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে এই নির্বাচনে বিএনপি প্রার্থী ও ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমি নিজে আজ থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে কাজ শুরু করবো এবং ধানের শীষের পক্ষে মানুষের কাছে ভোট প্রার্থনা করবো।’

সংবাদ সম্মেলনে বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘কামাল প্রধান আমাদের প্রার্থী ও ধানের শীষের প্রতি সম্মান দেখিয়ে সরে গিয়ে আমাদের পক্ষে আজ থেকে মাঠে নামবেন। তার এই সিদ্ধান্তকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি। আমাদের ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে আর তা উপলব্দি করতে পেরেই কামাল প্রধান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’  

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের হয়রানিমূলক আচরণ করা হচ্ছে যা খুবই দুঃখজনক। আশা করি যদি নির্বাচন কমিশন তাদের আচরণে পরিবর্তন এনে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দেন তবে আমাদের দলের প্রার্থীর বিশাল বিজয় হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া, এলডিপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন প্রমুখ।

 

গো নিউজ২৪/জা আ 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন