ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাবা ডি ভিলিয়ার্সকে অনুসরণ করছে ছেলে আব্রাহাম


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ০১:৪৬ পিএম আপডেট: এপ্রিল ২৫, ২০১৭, ০৭:৪৬ এএম
বাবা ডি ভিলিয়ার্সকে অনুসরণ করছে ছেলে আব্রাহাম

দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ভিলিয়ার্স। আইপিএলের এবারের আসরে খেলার জন্য তিনি এখন ভারতে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি। ভারতে আসার পরই স্ত্রী-সন্তানের জন্য মনটা কেমন করছিল এবির। এরপরই বউ বাচ্চাকে ভারতে ডেকে পাঠান দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। এরপর থেকে প্রায় প্রতিদিনই অনুশীলনে একমাত্র সন্তান আব্রাহামকে নিয়ে যান ডি ভিলিয়ার্স। তবে অল্প বয়সেই বাবাকে অনুসরণ করা শুরু করেছে ছেলে আব্রাহাম। 

তার দিকে বল ছুড়ে দিলে সে বলটাকে মারে। এরপর আনমনেই হেঁটে চলে। কখনো ব্যাটটাকে আগলে রাখছে, ঠেক যেভাবে বাবা রাখেন।হাওয়ায় বল মারছেন কখনো। এরপর ব্যাটটাকে উঁচিয়ে ধরছে, ঠিক বাবা যেভাবে শতক উদযাপন করে। আব্রাহামের হাটা-চলা, ব্যাট করার ধরন, সেঞ্চুরি উদযাপন সবই বাবার মতো। ডি ভিলিয়ার্স যেমন প্রতিটি বলকে বাউন্ডারি ছাড়া করতে চান আব্রাহামও তেমন।

এবি সিরিয়াস অনুশীলন করলেও আব্রাহামের সঙ্গী প্লাস্টিকের বল আর ব্যাট। পাশে যখন কেউ থাকে না তখন সে বাতাসের ব্যাট চালিয়ে সেঞ্চুরি করে এরপর শূন্যে ব্যাট উঁচিয়ে শতকও উদযাপন করে। কেবল তাই নয়, আব্রাহামের ফুটওয়ার্কটাও অনেকটাই ডি ভিলিয়ার্সের মতোই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আব্রাহামের কিছু ভিডিও ও ছবি ভাইরাল হয়ে পড়েছে। এরপর থেকেই হট কেকে পরিণত হয়েছে ডি ভিলিয়ার্স পুত্র। অনেকে বলছেন, ‘আব্রাহাম ঠিক তার বাবার মতো।’ আবার অনেকে মনে করছেন, ‘এইটুকু বয়সে ক্রিকেটের প্রতি যার এত ঝোঁক, সে কীর্তিতে একদিন বাবাকেও ছাড়িয়ে যাবে।’  

এবারের আইপিএলেও ভালো ছন্দে রয়েছেন ক্রিকেটের সুপারম্যানখ্যাত ডি ভিলিয়ার্স। তবে ছন্দে নেই তাঁর দল ব্যাঙ্গালুরু। সাত ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে কোহলির দল। গত রাতে কলকাতার বিপক্ষে মাত্র ৪৯ রানে অলআউট হয় রয়েল চ্যালেঞ্জার্স। আসরে টিকে থাকতে হলে টানা জয়ের বিকল্প নেই ব্যাঙ্গালুরুর সামনে। আগামীকাল মঙ্গলবার ঘরের মাঠ চেন্নাস্বামীতে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে কোহলি-ডি ভিলিয়ার্সের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।


গো নিউজ২৪/এন

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ