ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাধার মুখে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে পারেনি এমপি


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৭, ০১:২৪ পিএম আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৭, ০৭:৩২ এএম
বাধার মুখে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে পারেনি এমপি

ফেনী: ফেনীতে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের সূচনা হয়। ভোর ৬টা ৩৫ মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, ফেনী পৌরসভার সদস্যরা। একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সারিবদ্ধভাবে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এদিকে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ হাজী রহিম উল্যাহ সোনাগাজীর স্মৃতিস্তম্ভে ফুল দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে বাধা দেয়। একপর্যায়ে তাদের সাথে হাতাহাতি হয়। এছাড়া সোনাগাজীতে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা বিএনপির পুষ্পমাল্য ভেঙে ভুলণ্ঠিত করেছেন যুবলীগ কর্মী আবদুল হালিম সোহেলের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত।

শনিবার সকাল ৯টায় ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফেনীর জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার উক্য সিং প্যারেডের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। 

সেখানে আনসার ছাড়াও মুক্তিযোদ্ধাদের একটি দল ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট, স্কাউট, গার্লস ইন স্কাউট, গার্লস গাইড ও কাব এর ৮১টি দল অংশ নেয়। কুচ কাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা মনমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন। 

গোনিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা