ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাদ পড়ার সময় নাসিরের গোঁফ ছিল না, এখন আছে!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৫:০৪ পিএম আপডেট: আগস্ট ২০, ২০১৭, ১১:১০ এএম
বাদ পড়ার সময় নাসিরের গোঁফ ছিল না, এখন আছে!

সতীর্থদের মাঝে নাসির হোসেন মানে বাড়তি বিনোদন, বাড়তি মজা। দলে হাসির টনিক হিসেবে বড় নিয়ামক এই অলরাউন্ডার।  তবে গত দেড় বছর তার মুখে খুব একটা হাসি দেখি সতীর্থরা। 

অবশেষে অজিদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের ১৪ জনের স্কোয়াডে জায়গা মেলেছে তার। অনেকটা নিশ্চিত মূল একাদশ। কারণ তার প্রতিদ্বন্দ্বী মোসাদ্দেক হোসেন নেই স্কোয়াডে। এছাড়া নেই অপর দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ-মুমিনুল। তাই শুধু ব্যাটিং নয়; বোলিংয়েও খই ফোটানোর অপেক্ষায় নাসির।

দীর্ঘদিন পরে স্কোয়াডে জায়গা পেয়েছেন ক্যারিয়ারে ১৭টি টেস্ট খেলা নাসির।  খেলবেন দেশের মাটিতে, বিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। তাই ফের দুষ্টু-মিষ্টি হাসি নাসিরের মনে।  এমনকি তা ফুটে উঠেছে সংবাদ সম্মেলনেও। 

জাতীয় ক্রিকেট দলের অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে এসে প্রবেশই করলেন হাসি মুখে।  এসেই পুরো সংবাদ সম্মেলন জুড়ে তার কথায় হাসির ফোয়ার লক্ষ্য করা গেছে। 

সম্মেলনে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘দল থেকে বাদ পড়ার সময় আর এখন তার মাঝে কি কি পরিবর্তন হয়েছে?

জবাবে নাসির বলেন, ‘বাদ পড়ার সময় তো আমার গোঁফ ছিল না আর এখন গোঁফ আছে।’ এই উত্তরে নাসিরসহ সংবাদ সম্মেলনে কক্ষে উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠেন।

সংবাদ সম্মেলন শেষ করে বের হয়ে যাওয়ার সময় তার সামনে রাখা রেকর্ডিং এর জন্য সাংবাদিকদের মোবাইলগুলো দেখিয়ে নাসির বলতে থাকেন, ‘একটা ভাল মোবাইল ফোনও নাই যে, নিয়া যাবো।’

প্রসঙ্গত, ক্যারিয়ারে ১৭টি টেস্ট খেলেছেন নাসির। ২৮ ইনিংনে ৯৭১ রান, গড় ৩৭.৩৪। সেঞ্চুরি একটি, ফিফটি ৬টি। মাঝে টেস্টের পাশে সীমিত ওভারের ক্রিকেটেও অনেকটা চোখের আড়ালে ছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে তার সাম্প্রতিক সময়ের দুর্দান্ত পারফরম্যান্সও উপক্ষা করতে পারেননি নির্বঅচকরা। এবারের জাতীয় লিগে চার ম্যাচ খেলে ১০৯.৩৩ গড়ে ৩২৮ রান। যার মধ্যে রয়েছে দারুণ একটি ডাবল সেঞ্চুরি। ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন আরও দুর্দান্ত। ৮ ম্যাচে করেছেন ৪৮০ রান, গড় ২৪০।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ