ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাজারে আসছে শীতকালীন সবজি, তবুও কমছে না দাম


গো নিউজ২৪ | কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৭, ১২:৪৫ পিএম
বাজারে আসছে শীতকালীন সবজি, তবুও কমছে না দাম

বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তারপরও কাঁচা বাজারগুলোতে কমছে না সবজির দামে। এতে ক্রেতাদের মধ্যে বিরাজ করছে হতাশা। কমিল্লার কাঁচা বাজারগুলো এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, মৌসুম শুরু না হতেই আগাম সবজি চাষের খরচটাও বাড়তি তাই কৃষকরাও পাইকারদের কাছে আগাম  সবজি  বিক্রি করছে একটু চড়া দরে । কুমিল্লার বিভিন্ন উপজেলা এবং জেলার বাহির থেকে কুমিল্লার বাজারে বিপুল শীতের সবজি ইতোমধ্যে আসতে শুরু করেছে। তবে দ্রব্যমূল্য সাধারন মানুষদের জন্য অনেকটাই নাগালের বাহিরে।

এদিকে, কুমিল্লার বাজারে এখন শীতকালীন সবজির মধ্যে  ফুলকপি, বাঁধাকপি, লাউ শিম, বরবটি, মুলা,লালশাক পাওয়া যাচ্ছে। বাজারগুলোতে ছোট একটি ফুলকপি ৩০ টাকা থেকে ৪৫ টাকা ও ছোট্ট লাউ ৬০ টাকা বিক্রি হচ্ছে। এক কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

নতুন পেঁয়াজ আসার আগেই ১ সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে প্রায় ২০ থেকে ২২টাকা। কুমিল্লার নিমসার বাজার, রাজগঞ্জ বাজার, বাদশা মিয়ার বাজার, দেবিদ্বার নিউ মার্কেট, কোম্পানীগঞ্জ বাজারসহ প্রায় ১০ থেকে ১৫টি বাজার ঘুরে এইসব তথ্য জানা গেছে।

স্থানীয় সবজি ব্যবসায়ীরা জানান, শীতের আগাম সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, ঝিঙা, পটোল, করলা, ঢেঁড়স, ধুন্দল, চিচিংগা, বেগুন এখন বাজারে ভরপুর। এছাড়া লালশাক, ডাঁটাশাক, পাটশাক, মুলাশাক, পুঁইশাক, লাউশাকের কমতি নেই বাজারে। সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পালংশাক ও নতুন আলু। ফুল কপি ও বাধা কপির দাম এখন না কমলেও জেলার দেবিদ্বার উপজেলার সাইলচর, চাপাঁনগরের কপির চাহিদা মিটাবে, তখন দাম কমবে।

তবে নতুন আলু ও পালংশাকের দাম বাড়তি। কেজি প্রতি নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। আর পালংশাক বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা আঁটি দরে, পেয়াজ এর দাম কমেছে সেই সাথে কাচাঁ মরিচের দামও।

বাজারের ক্রেতারা জানান ,শীতকালীন সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু দামটা বেশি। বাজার মনিটরিং কতৃপক্ষের নজরদারী থাকলে কমে আসবে সবজির দাম কমবে বলেও মন্তব্য করেন তারা।

গোনিউজ২৪/কেআর

 

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?