ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে টানা বর্ষণ, ঘের-ফসলের ব্যাপক ক্ষতি


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি, বাগেরহাট প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৮:১৩ পিএম
বাগেরহাটে টানা বর্ষণ, ঘের-ফসলের ব্যাপক ক্ষতি

গত কয়েকদিনের টানা বর্ষণে জলাবদ্ধতায় বাগেরহাটে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমনের বীজতলা, সবজি ক্ষেতসহ পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে ৫ শতাধিক মৎস্য ঘের। প্রবল বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরম ক্ষতির আশঙ্কা করছেন মাছ চাষিরা।

টানা বর্ষণে বাগেরহাট পৌর শহরসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় রাস্তা-ঘাট মাছের ঘের ও আমনের বীজতলা তলিয়ে গেছে। ইতোমধ্যে বাগেরহাট সদরের কাড়াপাড়া, শিংড়াই, দেওয়ালবাটি, যাত্রাপুর, বারুইপাড়া, বিষ্ণুপুর, পাটরপাড়া, ষাটগুম্বুজ, বাগমারা ছাড়াও জেলার ফকিরহাট, কচুয়া, চিতলমারী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের পান, সবজি ও মৎস্য চাষিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এমনকি পানিবন্দী মানুষেরা রান্নাবান্নাও করতে পারছে না। ফলে অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে তাদের।

এলাকাবাসী জানিয়েছেন, পান ও মাছ চাষ তাদের একমাত্র আয়ের মাধ্যম। গতবছরও বৃষ্টি আর জলাবদ্ধতায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও একই অবস্থা। পানি নিষ্কাশন না হতে পারায় তাদের ক্ষতি আরও বাড়ছে। দুর্ভোগ দূর করতে একাধিক স্লুইসগেট নির্মাণ, খাল খনন করে সহজে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। 

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মেম্বার শেখ জাহিদুর রহমান জানান, সিংড়াই, দেওয়াবাটিসহ তিন-চারটি গ্রামের শতশত মানুষ পান ও মাছ চাষের উপর নির্ভশীল। কয়েক দিনের টানাবর্ষণে জলবদ্ধতা সৃষ্টি হয়ে পান ও মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি সরকারের কাছে ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য সরকারের কাছে দাবি জানান।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. আফতাব উদ্দিন জানান, বৃষ্টির পানিতে কৃষি জমির বীজতলা, সবজি এবং পানের বরজ তলিয়ে গেছে। এ পর্যন্ত জেলায় মোট ১৪৯৪ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। 

গো নিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা