ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাট ঘুরে গেলেন ৯ দেশের প্রতিনিধি দল


গো নিউজ২৪ | বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০১৬, ১১:৫৯ এএম
বাগেরহাট ঘুরে গেলেন ৯ দেশের প্রতিনিধি দল

ঐতিহ্যবাহী শহর বাগেরহাট ঘুরে গেলেন ইউরোপ ও দক্ষিণ এশিয়ার নয়টি দেশের পর্যটন বিষয়ক প্রতিনিধিরা। বাংলাদেশ ট্যুরিজম বোডের আমন্ত্রণে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাগুলোতে ভ্রমণের অংশ হিসেবে রোববার বাগেরহাট আসেন ১৪ সদস্যের প্রতিনিধি দলটি।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা - ইউনেস্কো ঘোষিত ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটে রোববার এসে পৌঁছায় প্রতিনিধি দলটি। বাগেরহাটে এসে প্রথমেই তারা যান ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে। দিনভর বাগেরহাটে অবস্থান কালে প্রতিনিধি দলের সদস্যরা ষাটগম্বুজসহ তৎকালীন ‘খলিফাবাদ’ নগর রাষ্টের প্রতিষ্ঠাতা খান-উল-আযম উলুঘ খান-ই-জাহানে মাজার এবং তার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট, চীন, নেপালসহ ৯টি দেশের ট্যুর অপারেটররা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ট্যুরিজম বোর্ডের কর্মকর্তারা এসময় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

বাগেরহাটে অবস্থানকলে পর্যটন বিষয়ক প্রতিনিধিরা ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন ও এখনকার পরিবেশ দেখে তাদের মুগ্ধতার কথা জানান। প্রতিনিধি দলের সদস্য এ্যরমিনিয়া গাজয়ান বলেন, ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটে ভ্রমণের সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই আমি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে ধন্যবাদ জানাই। এটি আমাদের জন্য একটি বিশাল সুযোগ বাংলাদেশকে জানার। বাগেরহাটে ভ্রমণের সুবাদে আমরা ষাটগুম্বুজ মসজিদসহ এ অঞ্চলের বেশ কিছু ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন দেখলাম। আমরা সবসময় ইন্টারনেটে এসব নিদর্শন নিয়ে খুব বেশি একটা তথ্য পাইনা। আমরা সবাই মুগ্ধ হয়েছি এখানকার স্থাপত্য শৈলি দেখে। আমি আবারও বাংলাদেশে আসবো এবং বাগেরহাট আসবো। আমি সবাইকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানাবো। এখানকার পরিবেশ সত্যিই অসাধারণ। সবার আতিথেয়তা এবং মানুষের জীবনাচারণ সবাইকেই মুগ্ধ করবে।

এর আগে শনিবার  প্রতিনিধি দলের সদস্যরা সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়াসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ্জামান কবির বলেন, সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের পর্যটন অঞ্চলগুলোকে বিশ্বের সামনে তুলে ধরতেই এ উদ্যোগ। আশাকরি এর মাধ্যমে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের পর্যটন শিল্পকে নতুনভাবে তুলে ধরা সম্ভব হবে এবং দেশের পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গো-নিউজ২৪/এস এম রাজ

 

পর্যটন বিভাগের আরো খবর
৩ ঘণ্টায় কক্সবাজার-সেন্টমার্টিন, ভাড়া ২৫০০ টাকা

৩ ঘণ্টায় কক্সবাজার-সেন্টমার্টিন, ভাড়া ২৫০০ টাকা

টাউন হল ভেঙে নতুন কমপ্লেক্স বানাতে চান আ.লীগ নেতারা

টাউন হল ভেঙে নতুন কমপ্লেক্স বানাতে চান আ.লীগ নেতারা

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে অত্যাধুনিক রণতরী উদ্বোধন কাল

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে অত্যাধুনিক রণতরী উদ্বোধন কাল

সহজেই সাজেক যাওয়ার পথ তৈরি হল

সহজেই সাজেক যাওয়ার পথ তৈরি হল

সংসদ লেকে দৃষ্টিনন্দন নৌকা, ব্যয় ৪০ লাখ টাকা

সংসদ লেকে দৃষ্টিনন্দন নৌকা, ব্যয় ৪০ লাখ টাকা

সবার জন্য মাসে ১ দিন চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ

সবার জন্য মাসে ১ দিন চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ