ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাকবিতণ্ডা থেকে সশস্ত্র সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


গো নিউজ২৪ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০৬:১৪ পিএম আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:১৬ পিএম
বাকবিতণ্ডা থেকে সশস্ত্র সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে উপজেলার হাজীর হাটি এলাকায় এই সংঘর্ষ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বাইশমৌজা এলাকার থানাকান্দি এলাকার কাউছার মোল্লা ও সাদঘর এলাকার কাউছার মাষ্টারের সাথে হাজীর হাটি এলাকার শাহজাহান মেম্বারের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রমজান মাসে কাউছার মোল্লা ও কাউছার মাষ্টারের ছেলেরা লেবাননে শাহজাহান মেম্বারের ছেলে সুমনকে ধরে চোখ উপড়ে ফেলে। এ নিয়ে বিভিন্ন সময়ে উভয় পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। 

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় পক্ষের লোকজনের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। সংঘর্ষটি এক পর্যায়ে থানাকান্দি, সাতঘর হাটি, হাজীর হাটি ও গৌরগ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে চার গ্রামের কয়েক হাজার দাংগাবাজরা অংশগ্রহণ করে। এসময় উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধীক লোকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিপুল পরিমান টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। দাঙ্গাবাজদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। 

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা