ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে একদিনে নতুন দুই রেকর্ড দক্ষিণ আফ্রিকার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০৭:১৯ পিএম
বাংলাদেশের বিপক্ষে একদিনে নতুন দুই রেকর্ড দক্ষিণ আফ্রিকার

দক্ষিণ আফ্রিকা সফরে মোটেও ভালো অবস্থানে নেই বাংলাদেশ।  ইতোমধ্যে টেস্ট সিরিজ হেরেছে, ওয়ানডে সিরিজও হারের অপেক্ষায়। কারণ রোববারের ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৩৬৯ রান করেছে সফরকারীরা।  দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন অধিনায়ক ডু প্লেসিস।  ৯১ রান করে রিটায়ার্ড হার্ড হন তিনি।  

টাইগারদের এভারেস্টসম টার্গেট ছুঁড়ে দেয়ার দিনে বাফেলো পার্কে নতুন দুটি রেকর্ড গড়েন প্রোটিয়ারা।  তা হলো, ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ১২ বছর ওই রানই ছিল এ মাঠের সর্বোচ্চ। পুরনো রেকর্ড ভেঙে আজ সফরকারীদের ৩৭০ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে  নতুন রেকর্ড গড়েন প্রোটিয়ারা। 

শুধু বাফেলোতেই নয় বাংলাদেশের বিপক্ষেও এটি সর্বোচ্চ রানের রেকর্ড। ২০০৮ সালে বেনোনিতে ৩৫৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ৯ বছর পর নতুন উচ্চতায় উঠল প্রোটিয়ারা।  ৬ উইকেটে ৩৬৯ রান করেছে ফাফ ডু প্লেসির দল, যা বাংলাদেশের বিপক্ষে তাদের দলীয় সর্বোচ্চ। সে হিসেব মতে, একদিনে দুটি রেকর্ডের মালিক হলো প্রোটিয়ারা। 

ম্যাচটিতে দ্বিতীয় ওয়ানডের মতো এবি ডি ভিলিয়ার্সের ঝড় সামলাতে হয়নি বাংলাদেশকে। মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত ক্যাচে ডি ভিলিয়ার্স সাজঘরে ফিরেন ২০ রানে। ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ২০ রান করেন ডানহাতি এ ব্যাটসম্যান।  রুবেল হোসেনের করা ফুলার লেন্থ বল লং অনে খেলতে চেয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু বল ব্যাটে মাঝে লেগে উপরে উঠে যায়। কয়েক ধাপ এগুনোর পর ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন মাশরাফি।

এর পর ৪৭তম ওভারে তাসকিন আহমেদ উইকেটে নতুন আসা মালদারকে ইয়োর্কার দিয়ে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে। ২ রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। তারই ওই ওভারের শেষ বলে ফেহলুকাও আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের উপরই চড়াও হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। মিরাজের জোড়া আঘাতের পর দেখেশুনেই খেলে যাচ্ছিলেন ডু প্লেসিস-মার্করাম। গড়েছিলেন ১৫১ রানের জুটি। তবে ডু প্লেসিস ইনজুরি পরে সাজঘরে ফেরার অল্প সময়ের মধ্যেই ইমরুলের সরাসরি থ্রোতে রান আউট হয়ে মার্করামও সাজঘরে ফেরেন।

অভিষেকে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে আইডেন মার্করাম ফিরেছেন ৬৬ রানে। স্কয়ার লেগে বল পাঠিয়ে ২ রান নিতে গিয়ে রান আউট হন মার্করাম। ইমরুল কায়েসের থ্রো সরাসরি স্ট্যাম্প ভাঙে। ঝাঁপিয়ে উইকেট রক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি দীর্ঘদেহী মার্করাম।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ