ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের প্রতিনিধি দল হতাশ হয়ে ফিরছে


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৬, ১০:৪৬ এএম
বাংলাদেশের প্রতিনিধি দল হতাশ হয়ে ফিরছে

চুরি যাওয়া রিজার্ভের দেড় কোটি ডলার এরই মধ্যে ফেরত দিয়েছে ফিলিপাইন। বাকি অর্থ উদ্ধারে দেশটি সফর করছে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। সফরকালে তারা রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) কাছে ক্ষতিপূরণ বাবদ ৫ কোটি ডলার চাইবে বলেও জানানো হয়। তবে ক্ষতিপূরণ দেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে আরসিবিসি। ফলে হতাশ হয়ে ফিরতে হচ্ছে অর্থ উদ্ধারে যাওয়া বাংলাদেশ প্রতিনিধি দলকে।


চুরি হওয়া রিজার্ভের বাকি অর্থ উদ্ধারে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে গত শনিবার ফিলিপাইনে যায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল। তাদের এ সফরকালেই গত রোববার ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ গণমাধ্যমকে বলেন, আরসিবিসির কাছে আমরা ক্ষতিপূরণ চাইব। ফিলিপাইনের সিনেটে শুনানি চলাকালেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল, আরসিবিসিকে অভিযুক্ত করা গেলে বাংলাদেশকে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে তারা।


তবে ক্ষতিপূরণের বিষয়টি নাকচ করে দিয়ে রিজার্ভ চুরির জন্য উল্টো বাংলাদেশ ব্যাংকের গাফিলতিকেই দায়ী করেছে আরসিবিসি। ব্যাংকটির পরামর্শক থিয়া দায়েপ গতকাল বলেন, বাংলাদেশ ব্যাংকের গাফিলতির কারণেই রিজার্ভ চুরির ঘটনাটি ঘটেছে। স্বাভাবিকভাবেই ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশ ব্যাংককে কোনো অর্থ দেয়ার পরিকল্পনা আরসিবিসির নেই।


দেশটির সংবাদ মাধ্যম সিবিএন নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে থিয়া দায়েপ বলেন, ফিলিপাইন সরকারের সঙ্গে স্বচ্ছ আচরণ করতে আমরা বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করছি। এরই মধ্যে তাদের যথেষ্ট সহায়তা করেছে সরকার। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদেরও চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে পরিচালিত তদন্ত প্রতিবেদন প্রকাশেরও আহ্বান জানান তিনি।


এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বণিক বার্তাকে বলেন, আরসিবিসির আইনজীবী এ ধরনের কথা বলেছেন বলে শুনেছি। আইনজীবীরা এ ধরনের কথা বলতেই পারেন। তবে রিজার্ভের চুরি হওয়া অর্থের বাকি অংশ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে গত ফেব্রুয়ারিতে চুরি যায় মোট ১০ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে শ্রীলংকা থেকে ২ কোটি ডলার উদ্ধার সম্ভব হলেও ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের বড় অংশেরই এখনো খোঁজ পাওয়া যায়নি। রিজার্ভ থেকে চুরি যাওয়া এ অর্থ ফিলিপাইনের আরসিবিসির জুপিটার স্ট্রিট শাখার মাধ্যমে দেশটিতে প্রবেশ করে। এ কারণে শুরু থেকেই এ ঘটনার সঙ্গে ব্যাংকটির কর্তৃপক্ষ জড়িত বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে আরসিবিসির জুপিটার শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দাগুইতোসহ বেশ কয়েকজনকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে বিভিন্ন তদন্তকারী সংস্থা।

 

গো নিউজ ২৪/ এস কে 

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা