ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের একার পক্ষে এ ভার বহন করা সম্ভব নয়: জর্ডানের রাণী


গো নিউজ২৪ | কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৭, ০৫:২৬ পিএম আপডেট: অক্টোবর ২৩, ২০১৭, ১১:২৬ এএম
বাংলাদেশের একার পক্ষে এ ভার বহন করা সম্ভব নয়: জর্ডানের রাণী

জর্ডানের রাণী রানিয়া আল আবদুল্লাহ বলেছেন, ’বিপুল সংখ্যা রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের একার পক্ষে এ ভার বহন করা সম্ভব নয়। এ জন্য সকলকে এগিয়ে আসতে আসতে হবে।’

মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও দোসরদের নির্যাতনে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জর্ডানের রাণী বলেন, 'রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয়েছে। এ অবস্থায় বিশ্ব সম্প্রদায় নিরব থাকতে পারে না। জর্ডান রোহিঙ্গাদের পাশে রয়েছে।'

এর আগে রাণী একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজারে পৌছেন। পরে তিনি সড়কপথে সেখান থেকে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

জর্ডানের রাণী বলেন, 'বিপুল সংখ্যা রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের একার পক্ষে এ ভার বহন করা সম্ভব নয়। এ জন্য সকলকে এগিয়ে আসতে আসতে হবে।'

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে রানিয়া আল আবদুল্লাহ বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের পাশে জর্ডান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জর্ডানের রাণী রানিয়া আল আবদুল্লাহ প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দুঃখ-দুর্দশার কথা শোনেন। পালিয়ে আসা নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন। কীভাবে মিয়ানমার সেনারা তাদের ওপর নির্মম অত্যাচার করেছে সেসব কথা শোনেন।

জর্ডানের রাণী রানিয়া আল আবদুল্লাহ দুপুরে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

এদিকে রাণীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে  নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। কক্সবাজারের সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।

গো নিউজ২৪/এবি

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়