ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ সিরিজের আগেই সিদ্ধান্ত নেবেন ভিলিয়ার্স


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০১৭, ০৫:০১ পিএম আপডেট: জুন ২৬, ২০১৭, ১১:০১ এএম
বাংলাদেশ সিরিজের আগেই সিদ্ধান্ত নেবেন ভিলিয়ার্স

আন্তর্জাতিক ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্সের ভবিষ্যৎ কী? কত দিন খেলবেন? সবগুলো ফরম্যাটেই খেলবেন, নাকি বেছে বেছে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগস্টে। নিজের ভবিষ্যৎ ঠিক করতে বোর্ডের সঙ্গে বসবেন এবি। এমন নয়, এখনই অবসর নিতে চলেছেন।  ৩৩ বছর বয়স চলছে।  তবে খেলার পরিধি হয়তো কমিয়ে দেবেন এবি। 

কাল কার্ডিফে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে ১৯ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা।সিরিজও হেরেছে ২-১-এ।  এরপর অধিনায়ক সাংবাদিকদের বলেছেন, ‌‌‌‌‌‌‘দুই পক্ষের জন্য ভালো হয়, এমন সিদ্ধান্তই নেওয়া হবে। এমন নয়, বেছে বেছে খেলব।  তবে আগামী কয়েক বছরের মধ্যে কী হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ’

এবি ইদানীং সব সিরিজে খেলছেন না। ২০১৯ বিশ্বকাপ তাঁর ভাবনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।  এ কারণে বেছে বেছে খেলছেন।  ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে যেমন ছুটি নিচ্ছেন আবার। তবে সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরবেন।  বাংলাদেশ সিরিজের আগেই ঠিক হয়ে যাবে ডি ভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা। 

এবি বলেছেন, ‘কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে চাই, নিজের নতুন সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাব, অবশ্যই ফিট থাকতে হবে।  সেপ্টেম্বরে বাংলাদেশ যখন খেলতে আসবে, তখন যেন আমি প্রস্তুত থাকি। ’

২০১৯ বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা আবার বললেন।  তবে এও জানালেন, সবকিছু তাঁর ওপর নির্ভর করছে না, ‌‘আমার আসল স্বপ্ন দক্ষিণ আফ্রিকার হয়ে একটি বিশ্বকাপ জেতা, যেকোনোভাবে এর অংশ হয়ে থাকা।  তবে সবকিছু আমার হাতে নেই।  কোচের ব্যাপারে কী সিদ্ধান্ত হয় দেখি।  সিএসএর সঙ্গে আমিও কথা বলব, দলের কোথায় আমি কাজে আসতে পারি। ’ সূত্র: এএফপি। 
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ