ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ সফর বয়কটে এবার নতুন কৌশলে যাচ্ছেন অজিরা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৭, ০৬:১২ পিএম আপডেট: জুলাই ২৪, ২০১৭, ১২:১২ পিএম
বাংলাদেশ সফর বয়কটে এবার নতুন কৌশলে যাচ্ছেন অজিরা

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কি না তা নিয়ে। অবশ্য এই সফরটি নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে তা বলাই যায়। 

এবার শোনা গেলে আরেকটি নতুন খবর, অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটাররা বাংলাদেশ সফর বয়কটের জন্য ভোট সংগ্রহ করছেন। অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার বিষয়টির নেতৃত্ব দিচ্ছেন। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের বৈঠকে পারিশ্রমিক বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বাংলাদেশ সফর বয়কটের কথা ভাবছেন স্মিথরা। বিষয়টির পক্ষে তারা বাকি ক্রিকেটারদের সমর্থন চেয়েছেন। দেশটির ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকা এমনটিই জানিয়েছে।

আগামী ১০ আগস্ট বাংলাদেশ ও ভারত সফরের জন্য ডারউইনে অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা। ক্যাম্প শুরুর অন্তত এক সপ্তাহ আগে পারশ্রমিক নিয়ে সমঝোতায় না পৌঁছালে বাংলাদেশ সফর বয়কট করবেন ক্রিকেটাররা। এমনকি ভারতেও না যেতে পারেন তাঁরা।

গত শুক্রবার বোর্ডের সঙ্গে বসার পর কোনো সমঝোতায় আসতে পারেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। গত রোববার আবার আলোচনায় বসে দুটি পক্ষ। এদিনও কোনো সমাধানে আসা সম্ভব হয়নি। ক্রিকেটের তৃণমূল পর্যায়ে প্রায় তিন কোটি অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার প্রস্তাব করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এই প্রস্তাবে কিছুটা সম্মতি দেখিয়েছে বোর্ড। 

তবে ক্রিকেটারদের বেতন বৃদ্ধি প্রসঙ্গে দাবি মানেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপরই বাংলাদেশ সফর বয়কটের জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানান ওয়ার্নার-স্মিথরা।

এক টুইটবার্তায় ডেভিড ওয়ার্নার বলেন, ‘সমস্যা সমাধানে ক্রিকেটারদের খুব বেশি কিছু করার নেই। তবে গর্বের সঙ্গে জানাচ্ছি যে, তৃণমূলে অতিরিক্ত মিলিয়ন ডলারের প্রস্তাবটা গ্রহীত হয়েছে।’

গত এপ্রিলে ক্রিকেটারদের প্রায় ৩৫ শতাংশ বেতন-ভাতা বৃদ্ধি করে নতুন বেতন কাঠামো ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে বোর্ডের সেই চুক্তি প্রত্যাখ্যান করেন দেশটির ক্রিকেটাররা। ইংল্যান্ড-ভারতসহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা তাঁদের চেয়ে বেশি সুযোগ-সুবিধা পেয়ে আসছেন অভিযোগ করে আরো বেশি পারিশ্রমিকের দাবি জানায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। তবে ক্রিকেটারদের দাবি মানতে একেবারেই নারাজ ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

বোর্ডের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত ধর্মঘটে যেতে বাধ্য হন দুইশর বেশি ক্রিকেটার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের সফরও বয়কট করেন ক্রিকেটাররা।

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ