ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে যেসব চ্যানেল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৫:২০ পিএম
বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে যেসব চ্যানেল

আগামী মাসের ১ তারিখে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সে লক্ষ্যে ইতিমধ্যে ইংল্যান্ডে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডে মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। তবে তার আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে শনিবার পাকিস্তানের বিপক্ষে প্রথমটি শেষ করেছে টাইগাররা। যদিও ম্যাচটিতে দুই উইকেট পরাজিত হয় মাশরাফি বাহিনী।

 টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে মঙ্গলবার দ্বিতীয় এবং শেষবারের মতো নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। এদিন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৩০ মিনিটে। এদিকে ভারতের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচের একাদশ সম্পর্কে এখনই কিছু জানা যাচ্ছে না।

তবে এই ম্যাচে নিজকে পরখ করে নিতে মাঠে নামতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, থ্রি, স্টার এইচডি ওয়ান, থ্রি এবং হটস্টার।

বাংলাদেশ স্কোয়াড:তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও শফিউল ইসলাম।

ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মোহাম্মদ সামি, রবিচন্দ্র অশ্বিন, ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ান, জাসপ্রিত বুমরাহ, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, কেদার যাদব, দীনেশ কার্তিক, হারধিক পান্ডিয়া, আজিংকা রাহানে, রোহিত শর্মা, উমেশ যাদব, যুবরাজ সিং, মনিষ পান্ডে।

গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ