ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
ইউএনওর বিরুদ্ধে মামলা

বহিষ্কৃত সেই আ.লীগ নেতা লাপাত্তা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ১২:৫৩ এএম
বহিষ্কৃত সেই আ.লীগ নেতা লাপাত্তা

বরিশাল: বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃত’ করে আমন্ত্রণপত্রে ছাপানোর অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমানের বিরুদ্ধে মামলা করা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু লাপাত্তা হয়ে গেছেন।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে সৈয়দ ওবায়েদউল্লাহর বহিষ্কার আদেশের খবরের পর যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি শহরের বগুড়া রোডের বাসায় গিয়েও সাজুর দেখা পায়নি সংবাদকর্মীরা।

তবে প্রতিবেশিরা জানিয়েছে, বিকেলে তাকে একবার বাসায় ঢুকতে দেখেছিলেন। তারপরে কোথায় গেছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে, সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হতে পারেন এমন আশঙ্কা থেকেই সৈয়দ ওবায়েদউল্লাহ গা ঢাকা দিয়েছেন।

সূত্রমতে, অতি উৎসাহী হয়ে ইউএনওর বিরুদ্ধে মামলা করায় শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় তাকে বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

কিন্তু ইউএনওর বিরুদ্ধে মামলার বিষয়টি আলোচনায় আসার পর থেকে গণমাধ্যমে সরব ছিলেন বহিষ্কৃত এই আওয়ামী লীগ নেতা। তবে বহিষ্কারের খবর পাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন।

ঘটনার অনুঘটক ওবায়েদ উল্লাহ সাজু ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে চরমাকারে বেকায়দার পড়েছেন তিনি। মামলা করে আলোচনায় আসতে চেয়েছিলেন। কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে। এখন বিষয়টি কীভাবে সামাল দেবেন সেই ভাবনায় তিনি দিশেহারা। হয়তো বা এই উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে তদবিরের জন্য কোথাও কোনো নেতার বাসায় ছুটছেন।

এদিকে, লাঞ্ছনার শিকার ইউএনও সালমান জানিয়েছেন, গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে সেখানে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় আগৈলঝাড়ার এস এম মাধ্যমিক বিদ্যালয়ে। ওই প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুটি ছবির জন্য তাদের পুরস্কৃত করা হয়। 

এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের আমন্ত্রণপত্রে ছবি দুটি ব্যবহার করা হয়। এর মধ্যে প্রথম স্থান পাওয়া জ্যোতি মণ্ডলের ছবিটি আমন্ত্রণপত্রের কভারে এবং দ্বিতীয় স্থান পাওয়া অদ্রিজা করের ছবিটি ব্যবহার করা হয় আমন্ত্রণপত্রের পেছনের পাতায়।

পেছনের পাতায় ছাপা হওয়া ছবিটির জন্যই ইউএনও গাজী তারিক সালমানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃতের’ অভিযোগে মামলা করেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সাজু।

এই ঘটনা প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই মামলায় বিস্ময় এবং অসন্তোষ প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে মামলাকারী আওয়ামী লীগ নেতাকে কেন্দ্র দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত দেন।

গো নিউজ২৪/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা