ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরেন্দ্রে ঢেউ খেলানো মাটিতে সবুজের মেলা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ১১:২৬ এএম
বরেন্দ্রে ঢেউ খেলানো মাটিতে সবুজের মেলা

বরেন্দ্রে অঞ্চলে আসলেই দেখা মিলবে উচুঁ-নিচু ভূমির সমাহার। দূর থেকে তাকালে মনে হবে ঢেউ খেলানো মাটি। যতো দিন যাচ্ছে ততোই সবুজ শূণ্য হয়ে পড়ছে বরেন্দ্র অঞ্চল। চারিদিকে ফাঁকা মাঠ। বাবু ডাইং এ এমন ফাঁকা মাঠে যেনো সবুজের মেলা বসেছে। ফাঁকা মাঠের মধ্যে এমন বনভূমি দেখে প্রাণ জুড়িয়ে আসে। 

রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অংশ নিয়ে ছোট্ট এ বনভূমি গড়ে উঠেছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে বাবু ডাইং অবস্থিত। মোট আয়তন ৩২২ দশমিক ১৫ একর। 

সম্প্রতি বাবু ডাইং বনভূমিতে গিয়ে দেখা যায়, পাকা রাস্তা একেবারে বন পর্যন্ত চলে গেছে। শেষ মাথায় একটা গোলচত্বর করা হয়েছে। চারদিকে শুধু গাছ আর গাছ। কোথাও জনমানবের সাড়া নেই। গাছে গাছে পাখিদের কিচির মিচির শব্দ কানে ভেসে আসছে। গোলচত্বরটি মূল ভূ-খন্ড থেকে অনেক উঁচুতে। সেখান থেকে পুর্ব দিকের টিলার মতো উঁচু-নিচু ভূমিটিই বাবু ডাইং নামে পরিচিত। ঢেউ খেলানো সুন্দর বন। মাঝখানে একটা বড় খাড়ি  (ছোট নদী)। বাবু ডাইংয়ে যাওয়ার জন্য খাড়ির ওপরে একটি কালভার্ট তৈরি করে দেয়া হয়েছে। কালভার্ট পার হয়ে দুপাশের ঘাসের মাঝ দিয়ে পায়ে হাঁটা পথ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাবুডাইং সুন্দর একটি পিকনিক কর্ণনার হয়ে উঠেছিল। প্রতিদিন দুরদুরান্তর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ও কয়েক জেলার বিনোদন পিয়াসীরা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসতো। তাদের পদচারণায় এলাকা মুখরিত থাকতো। কিন্ত গত এক বছর যাবত এখানে কেউ আর আসে না। কারণ দর্শনাথীদের পরিবার পরিজন নিয়ে এসে বখাটেদের হাতে বিভিন্নভাবে নাজেহাল হতে হতো। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আমনুরা ঝিলিম ইউনিয়েন চেয়ারম্যান তসিকুল ইসলাম জানান, ঝিলিম ইউপির শেষ সিমানায়  চটিগ্রাম, বিলবলটা ও বাবুডাইং মৌজায় ৩০০ একরের বেশি আয়তনের গড়ে উঠে বরেন্দ্র অঞ্চলের প্রাকৃতিক দর্শনীয় স্থানটি। এটি সরকারি সম্পত্তি। 

তিনি আরো জানান, বরেন্দ্র ভূমির একটি জায়গাকে সংরক্ষিত ঘোষণা করতে হলে বাবু ডাইংকেই করতে হবে। এমন অসাধারণ সুন্দর ভূমি বরেন্দ্র অঞ্চলে আর দ্বিতীয়টি নেই। এটি সরকারের হাতেই রয়েছে। শুধু সংরক্ষিত ঘোষণা করতে হবে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ বলেন, সরকার থেকে গোদাগাড়ী উপজেলার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রের তালিকা চাওয়া হয়েছে। তারা পর্যটনকেন্দ্রের জন্য কয়েকটি জায়গার তালিকা তৈরি করেছেন। তার মধ্যে প্রথম বাবু ডাইংয়ের নাম রয়েছে। 

গো নিউজ২৪/এএইচ

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা