ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল ও বরগুনার ডিসিকে প্রত্যাহার


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল প্রকাশিত: জুলাই ২৪, ২০১৭, ০৩:১১ পিএম আপডেট: জুলাই ২৪, ২০১৭, ১১:৪১ এএম
বরিশাল ও বরগুনার ডিসিকে প্রত্যাহার

বরিশাল: বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে (ডিসি) শাস্তিমূলক বদলি করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে দুই ডিসিকে প্রত্যাহারের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরত আনা হয়েছে। তাদের জায়গায় নতুন দুজনকে দায়িত্ব দেয়া হয়েছে।

অপরদিকে, বরিশাল জেলা প্রশাসক হিসেবে পাঠানো হয়েছে সমাজ্যকল্যাণ প্রতিমন্ত্রীর পিএস এর দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমানকে। অপরদিকে, বরগুনা জেলা প্রশাসক করে পাঠানো হয়েছে পাবনা জেলা পরিষদের সিইও মোখলেসুর রহমানকে।

এর আগে ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ছবি 'বিকৃতি'র অভিযোগে দায়ের করা মামলার ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে মন্ত্রী পরিষদ। এ ঘটনায় বরিশাল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের কার কী ভূমিকা ছিল তা জানতেই এ তদন্তকমিটি গঠন করা হয়।

মন্ত্রী পরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। এ কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন করে যুগ্ম সচিব রয়েছেন। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় বরিশাল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান, এ ঘটনায় ওই ইউএনও'র বিরুদ্ধে মন্ত্রী পরিষদ বিভাগে কমিশনারের পাঠানো সুপারিশটি যাচাই বাছাই করা হয়েছে।

এতে ওই ইউএনও'র কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি। তাই সুপারিশটি খারিজ করে দেয়া হয়েছে।

গো নিউজ২৪ডটকম/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা