ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
সিয়েরা লিওন পরিস্থিতি

বন্যায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৪:১২ পিএম আপডেট: আগস্ট ২০, ২০১৭, ১০:১২ এএম
বন্যায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে

আফ্রিকার দেশ সিয়েরা লিওনে চলছে ভয়াবহ বন্যা। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৭ জনে। এর মধ্যে শতাধিক শিশুও রয়েছে। এখন পর্যন্ত অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। বন্যায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে জাতিসংঘ।

সিয়েরা লিওনের উপ-স্বাস্থ্যমন্ত্রী মদিনা রহমান নিহত ৪৬৭ জন উল্লেখ করে বলেন, গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যায় মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। সাম্প্রতিক সময়ে কলেরা ও ম্যালেরিয়ায় ব্যাপক প্রাণহানির পর বন্যা তাদের দেশে মানবিক বিপর্যয় ডেকে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিয়েরা লিওনে ভারিবর্ষণ অব্যাহত থাকায় নিহতদের রাজধানী ফ্রিটাউনের বিভিন্নস্থানে গণকবর দেয়া হচ্ছে। রেড ক্রস জানিয়েছে, গত সোমবার থেকে এ পর্যন্ত বন্যায় চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে বিপর্যয় নেমে এসেছে। নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে জেনেভায় জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় বিভাগের মুখপাত্র জেন্স লায়ের্কি জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়বে। তবে নিখোঁজদের অনেকেই এখনো বেঁচে আছে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। নিখোঁজ স্বজনদের খোঁজে এখনো এদিক সেদিক ছোটাছুটি করছেন অনেকে।

৩০ বছর বয়সী হাওয়ান্তু সেসে একের পর এক মর্গে তার স্বজনের মৃতদেহ খুঁজে যাচ্ছেন। ৩০ বছরের এই তরুণ বলেন, ‘আমি বিশেষত আমার চাচাকে খুঁজতে এসেছি। আমি এখনো তাকে খুঁজে পাচ্ছি না। মারা গেলে তার আত্মা যেন শান্তিতে থাকে।’

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র