ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্যায় থৈ থৈ, প্রাণ বাঁচাতে রান্নাঘরে শঙ্খিনী!


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৪:৫৬ পিএম আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১১:৪৯ এএম
বন্যায় থৈ থৈ, প্রাণ বাঁচাতে রান্নাঘরে শঙ্খিনী!

টানা বর্ষণে তলিয়ে গেছে মাঠ-ঘাট। কর্ণফুলীর জোয়ারের ফলে প্লাবিত হয়েছে বন জঙ্গল। তাই চিরচেনা আবাস হারিয়ে বসতঘরে ঢুকে পড়ছে বিষধর শঙ্খিনী। আশ্রয় নিয়েছে রান্না ঘরের চুলায়।

চট্টগ্রামে এ সাপ সানাই বা শঙ্খচুর নামেও পরিচিত। স্থানীয়রা বলছেন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আশ্রয়হীন হয়ে মানুষের বসতঘরে আশ্রয় নিয়েছে এই সর্পরাজ। এতে করে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 

সোমবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী বড়ুয়া পাড়ায় মিলু বড়ুয়ার রান্না ঘরে সাপটিকে দেখতে পান তার স্ত্রী।

মিলু বড়ুয়া বলেন, ‘বিকেলে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে এর ভেতর সানাই সাপটি দেখতে পায় আমার স্ত্রী। এ সময় সাপটি ফোঁস করে উঠে। আমার স্ত্রী চিৎকার দিলে সবাই মিলে রান্না ঘরে ছুটে যাই। পরে জীবিত সাপটিকে কৌশলে চুলা থেকে বের করে দেয়া হয়।’ 

এদিকে উপজেলার বিভিন্ন গ্রামে সাপের কামরে আহত হয়েছেন তিন নারী। তারা হলেন- সৈয়দপুরের আয়েশা (১২), পূর্ব গোমদণ্ডীর আনু মিয়ার স্ত্রী ফাতেমা (৫০) ও উত্তর গোমদণ্ডীর ইকবালের স্ত্রী আকতার (৩০)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রযেছে। 

গো নিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা