ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যার্ত একটি মানুষও না খেয়ে থাকবে না


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি, লালমনিরহাট প্রকাশিত: জুলাই ১৮, ২০১৭, ০৪:০৫ পিএম আপডেট: জুলাই ১৮, ২০১৭, ১০:০৫ এএম
বন্যার্ত একটি মানুষও না খেয়ে থাকবে না

বন্যার্ত একটি মানুষও না খেয়ে থাকবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন বন্যার্ত ও নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মায়া বলেন, ‘দেশের মানুষ যখন বন্যায় পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে ঠিক তখনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বন্যার্ত মানুষের পাশে না দাঁড়িয়ে যড়ষন্ত্র করতে বিদেশে গেছেন। তার কোনো যড়ষন্ত্রই সফল হবে না। শেখ হাসিনা বন্যা মেকাবেলায় সফল হয়েছেন।’ 

ত্রাণ মন্ত্রী বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় সরকারের সবধরনের প্রস্তুতি এবং বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। সুতারাং বন্যার্ত একটি মানুষও না খেয়ে থাকবে না। বন্যা বা ত্রাণ নিয়ে কেউ রাজনীতি করবেন না। ত্রাণ নিয়ে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না।’ 

মন্ত্রী আরও বলেন, ‘বন্যার পানি নেমে যাচ্ছে। পানি নেমে গেলে তারা ঘরে ফিরে যাবেন। তখন চল্লিশ দিনের কর্মসূচি দিয়ে কাজের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে পানি নেমে যাওয়ার পরেই তাদের তালিকা তৈরি করে পুনর্বাসন করা হবে। বন্যার পানি থেকে স্থায়ী রক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হবে।’ 

মায়া বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় যখনই দেশে বড় কোনো দুর্যোগ দেখা দিয়েছে, তখনই শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে।’ বন্যার্তদের পাশে দাঁড়াতে তিনি জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানান।

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, সফুরা বেগম রুমী এমপি, জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক মো. রিয়াজ আহমেদ, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন প্রমুখ।

গো নিউজ/এমবি
 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন