ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্যার ছোবলের পর নানা রোগের হানা


গো নিউজ২৪ | লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০৬:৩১ পিএম
বন্যার ছোবলের পর নানা রোগের হানা

লালমনিরহাট: লালমনিরহাটে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পানি কিছুটা নেমে গেলেও বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে নানা পানিবাহিত রোগ। ইতিমধ্যে গত ৭ দিনে দেড় হাজারেরও বেশি পানিবাহিত রোগে আক্রান্ত রোগী জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে। 

গত ১১ আগস্ট মধ্যরাত থেকে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে উত্তরের লালমনিরহাটে দেখা দেয় ভয়াবহ বন্যা। ৭ দিনের স্থায়ী এই বন্যায় জেলার ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। গত দুই দিন থেকে বন্যার পানি নামতে শুরু করলেও পানিবন্দি মানুষগুলো বিশেষ করে তিস্তা-ধরলার অববাহিকার ৬৩ চরের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি, কাশি, পায়ের ফাকে ঘা, ডায়রিয়া, আমায়শা, চুলকানির মতো নানা রোগ। 

এসব রোগে আক্রান্ত বানভাসিরা জানান, তাদের হাতে নেই কোনো টাকা পয়সা, কী দিয়ে তারা চিকিৎসা করাবেন আর কিভাবেই বা চলবে তাদের দিনাতিপাত, এই ভেবে তারা দিশেহারা হয়ে পড়ে আছেন। দুর্গত এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই চরম দুঃসময়েও তারা কাছে পাচ্ছেন না জেলা স্বাস্থ্য বিভাগকে।

রোগে আক্রান্ত অনেকেই বলেন, ভাতই পেটে জুটছে না, চিকিৎসা করবো কি দিয়ে। কুলাঘাটে বাধে আশ্রয় নেওয়া রাবেয়া বেওয়া (৭০), এছাহাক মিয়া (৬৭), অমিছন বেওয়া (৫৮) সহ বেশ কয়েকজন জানান, তারা গত কয়েকদিন ধরে ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হলেও কোন চিকিৎসকের সুযোগ পাননি। 

ক্ষোভ প্রকাশ করে বলেন, চাল কেনার টাকা নেই, দিন এক বেলা খাবারই জুটছে না, ওষুধ কিনবো কী করে। ত্রাণ তো পাই না, রোগে আক্রান্ত হয়ে মনে হয় জীবন যে কোন সময় চলে যাবে। কথাগুলো বলেছেন, আদিতমারির মহিষখোচা ইউপির গোবর্ধন বাঁধে আশ্রয় নেওয়া আজিবার (৭১), ঝন্টু (৭৮) ও আদিরণ বেওয়া (৬৪)।

কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, শত শত বানভাসি মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হলেও তারা চিকিৎসা পাচ্ছে না। 

তবে বন্যা দুর্গত মেডিকেল টিমের প্রধান ও উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. সিরাজুল ইসলাম বলছেন, জেলার স্মরণকালের এই বন্যা শুরু হওয়ার সাথে সাথেই ৫৪টি মেডিকেল টিম কাজ করছে। কয়েক হাজার লোক নানা রোগে আক্রান্ত হলেও চিকিৎসক সংকটের কারণে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫হাজার রোগীকে ভ্রাম্যমানভাবে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। কোনো প্রকার ওষধ সংকট নেই জেলায় বলে দাবি করেন এই চিকিৎসক।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা