ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বনানীতে ব্যবসায়ী খুনে ৪ মুখোশধারীকে খুঁজছে পুলিশ


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৭, ০৯:৪৮ এএম
বনানীতে ব্যবসায়ী খুনে ৪ মুখোশধারীকে খুঁজছে পুলিশ

রাজধানীর বনানীতে রিক্রুটিং এজেন্সি কার্যালয়ে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় চার মুখোশধারীকে খুঁজছে পুলিশ। সিসি ক্যামেরা থেকে তাদের ছবি সনাক্ত করে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এছাড়াও তাদের সন্ধান কেউ পেয়ে থাকলে পুলিশকে জানানো জন্য আহ্বান করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মোশতাক আহমেদ জানান, রাজধানীর বনানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। হত্যার ক্লু জানতে ফুটেজগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়াও এ হত্যার ঘটনায় পারিবারিক, ব্যবসায়িক বা স্থানীয় কোনো দ্বন্দ্ব আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, এটা পরিকল্পিত হত্যা। কারণ তাকে হত্যার আগে চার মুখোশধারী ওই এলাকায় ঘুরাফেরা করছিল। তারাই তাকে হত্যা করেছে। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাড়ির নিচতলায় এস মুন্সি ওভারসিজের কার্যালয়। মঙ্গলবার রাতে সিদ্দিক মুন্সির ওই প্রতিষ্ঠানে চার দুর্বৃত্ত অতর্কিতে ঢুকে পড়ে। দুই দুর্বৃত্ত সিদ্দিক মুন্সির কক্ষে ঢুকে কয়েকটি গুলি চালায়। এরপর তারা অফিস রুমে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার প্রতিষ্ঠানের তিন কর্মী আহত হন। তাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সিদ্দিক মুন্সিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ওই হত্যাকাণ্ডের ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৩। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মতিন।

গোনিউজ২৪/কেআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার