ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে শ্রাবণের দুই বইয়ে ৩০% ছাড়


গো নিউজ২৪ | শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক প্রকাশিত: আগস্ট ২, ২০১৬, ০৮:৫৫ পিএম আপডেট: ডিসেম্বর ১২, ২০১৬, ০৬:১২ এএম
বঙ্গবন্ধুকে নিয়ে শ্রাবণের দুই বইয়ে ৩০% ছাড়

আগস্ট মাসজুড়ে শ্রাবণ প্রকাশনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাদের প্রকাশিত দুই বইয়ে দিচ্ছে ৩০% ছাড়। বই দুটি হলো—‘নেতৃত্বে বঙ্গবন্ধু’, সম্পাদনা রাজীব পারভেজ এবং জাহিদ নেওয়াজ খানের ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রামাণ্য দলিল’।

 

‘নেতৃত্বে বঙ্গবন্ধু’ বইটিতে বঙ্গবন্ধুর বহুমাত্রিক কর্মকে বিশটি অধ্যায়ের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বইটির আলোচিত অধ্যায়গুলো হলো—কৈশোর থেকেই শুরু, আওয়ামী লীগের যাত্রালগ্নে, ভাষা আন্দোলন সময়কালীন, যুক্তফ্রন্ট-পূর্ববর্তী ও পরবর্তী সময়কাল, ছয় দফা, আগরতলা থেকে গণঅভ্যুত্থান ও ’৭০-এর নির্বাচন, গৌরব ও সংগ্রামের ঐতিহাসিক মার্চ মাস, স্বদেশ প্রত্যাবর্তন, বিজয় উৎসব নেপথ্যে, পরিবার পরিজন স্মৃতিচারণ, ’৭২-৭৫ সরকার পরিচালনার কৌশলনীতি ও ব্যবস্থাপনা, সংবিধান প্রণয়ন অধ্যায়, পররাষ্ট্রনীতি, শিল্প ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতা, আর্থ-সামাজিক দর্শন ও মূল্যবোধ, বাকশাল পর্যালোচনা, কলঙ্কিত আগস্ট, ইনডেমনিটি ও হত্যা মামলায় রায় পর্যবেক্ষণ, অসমাপ্ত আত্মজীবনী বিশ্লেষণ।

 

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রামাণ্য দলিল’ বইটিতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার নানান বিষয়গুলোকে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। বইটি সম্পর্কে লেখকের ভাষ্য—কবর খুঁড়ে রাখলেও পাকিস্তানিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দুঃসাহস দেখায়নি। জাতির জনক শেখ মুজিব নিহত হয়েছেন তিনি যে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন সেই দেশের কিছু সেনা কর্মকর্তার হাতে। বঙ্গবন্ধু তার প্রিয় দেশের মানুষকে বিশ্বাস করেছিলেন বলে খুনিরা খুব সহজেই তাদের মিশনে সফল হয়েছে। কিন্তু, তার নিরাপত্তা যাদের নিশ্চিত করার কথা ছিল তারা ব্যর্থ হয়েছে পুরোপুরি। একদিকে যেমন খুব বেশি গোয়েন্দা তথ্য ছিল না তেমনি খুনিরা আগের দিন বিকেল থেকে প্রকাশ্যেই সব প্রস্তুতি নিলেও সেটা ব্যর্থ করে দিতে সেনাবাহিনী বা অন্য কেউ সক্রিয় ছিল না। বঙ্গবন্ধু হত্যা মামলায় সাক্ষীদের সাক্ষ্যে শব্দে শব্দে ফুঁটে উঠেছে সেই ব্যর্থতার কথা।

 

৩০% ছাড়ে ‘নেতৃত্বে বঙ্গবন্ধু’ বইটি পাওয়া যাবে ৫২৫ টাকা এবং ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রামাণ্য দলিল’ বইটির দাম পড়বে ১০৫ টাকা। বই দুটি পাওয়া যাবে রাজধানীর আজিজ সুপার মার্কেটের শ্রাবণ প্রকাশনীতে। এছাড়া শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্র থেকেও এই বই আগস্ট মাসজুড়ে ৩০% কমিশনে কেনা যাবে। বিকাশের মাধ্যমেও সারাদেশ থেকে কেনা যাবে এই বই দুটি। যোগাযোগের ঠিকানা—শ্রাবণ প্রকাশনী, ১৩২ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন: ০১৭১৫-৭৫১১১৭, ০১৯৮৫-৭১০৫২৭।

 

গো নিউজ২৪/আ ফ ম 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস