ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গড়েছেন ইসলামী ফাউন্ডেশন, কন্যা তার আরবি বিশ্ববিদ্যালয়


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৭:০৩ পিএম
বঙ্গবন্ধু গড়েছেন ইসলামী ফাউন্ডেশন, কন্যা তার আরবি বিশ্ববিদ্যালয়

যশোর: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনের মাত্র তিন বছরের মাথায় ইসলামী ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন।

আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া শেখ হাসিনার সরকার কওমি মাদ্রাসায় যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করারও উদ্যোগ নিয়েছেন।

শনিবার (২১ অক্টোবর) যশোর জিলা স্কুলে খুলনা বিভাগীয় আরবি ভাষা ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের লোক বোমা ফাটালে বা সন্ত্রাস করলে শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করা হয়। আর মুসলমান ধর্মের লোক সন্ত্রাস করলে বলা হয় ইসলামী সন্ত্রাস। মুসলমানদের বেলায় ধর্ম টানা হয়। অন্য ধর্মের লোকের বেলায় তা করা হয় না। অথচ ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাসের কোন স্থান নেই। তাই ধর্ম না টেনে সব সন্ত্রাসকে শুধু সন্ত্রাস বলাই উত্তম।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েফ উল্যাহ। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজীর পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিযোগিতার সমন্বয় উপাধ্যক্ষ নুরুল ইসলাম।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিভাগীয় আরবি ভাষা ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে অংশ নেয়া ২৩ প্রতিযোগীর মধ্যে ৮ জন ইয়েস কার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। তারা জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রধান অতিথির হাত থেকে তারা ইয়েস কার্ড, ক্রেস ও সনদপত্র গ্রহণ করেন।

ইয়েস কার্ড প্রাপ্তরা হলেন, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আলকামা, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ছাত্র ফাইজুল্লাহ, বাগেরহাট আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আসলাম হোসাইন, যশোরের ঝিকরগাছা দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী বেলাল হুসাইন, যশোরের পুরাতন কসবা দারুল উলুম মাদ্রাসার ছাত্র মো. আব্দুল্লাহ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, যশোর আমিনিয়া কমিল মাদ্রাসার মাসউদুর রহমান, সাতক্ষীরার হযরত আবু বক্কর সিদ্দিক মাদ্রাসার আহম্মদ বিন হাবিব।

উল্লেখ্য, এ প্রতিযোগিতা আরবি বিশ্ববিদ্যালয়ের (ফাজিল ও কামিল)শিক্ষার্র্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা কমিটির সমন্বয় উপাধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদেরকে আরবি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা