ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও হাসিনাকে জয় উৎসর্গ আইভীর


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০১৬, ০৯:৪৬ এএম
বঙ্গবন্ধু ও হাসিনাকে জয় উৎসর্গ আইভীর

আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী টানা দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার পর এ বিজয়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সমর্থকদের সামনে এ উৎসর্গের কথা জানান। 

৭৭ হাজার ভোটে পরাজয়ের পর আইভীর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান এ নির্বাচনকে সূক্ষ্ম কারচুপি বলে অভিহিত করেছেন। অন্যদিকে, গতকাল রাতে মেয়র নির্বাচিত হওয়ার পর আইভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন আইভী। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। আইভীর ঘনিষ্ঠজনদের সূত্রে এ তথ্য জানা যায়। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সূত্র জানায়, আজ শুক্রবার বিকেলে আইভী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।

রাত সোয়া ১০টার দিকে নেতাকর্মী-সমর্থকরা তাঁকে ফুলের মালা দিয়ে ও পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়। এ ছাড়া দেওভোগে আইভীর বাসভবন, শহরের ২ নম্বর রেলগেট ও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে নেতাকর্মীরা উল্লাস করে। আবেগাপ্লুত হওয়া আইভী ওই সময় বলেন, ‘এ জয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদ্দেশে উৎসর্গ করছি। আমাকে সবাই দলমতের ঊর্ধ্বে উঠে যেমন ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তেমনি আমিও শুধু আওয়ামী লীগ নয় সব দলের নেতাকর্মীদের নিয়ে আমার অসমাপ্ত কাজগুলো আগামী পাঁচ বছরের মধ্যে সমাপ্ত করতে চাই। এ জন্য আমি আওয়ামী লীগের নেতাকর্মীসহ নগরবাসীকেও পাশে চাই। ’

৭৭ হাজার ভোটে পরাজয়ের পর ভোটে ‘সূক্ষ্ম কারচুপি’ হয়েছে অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, এ নির্বাচনে অনেক সূক্ষ্ম কারচুপি হয়েছে; যার কারণেই ধানের শীষকে পরাজয় বরণ করতে হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টায় শহরের শায়েস্তা খান সড়কে বিএনপির নির্বাচনী মিডিয়া সেলে সাংবাদিকদের এসব কথা বলেন। ভোট গ্রহণ শেষে ওই সেলেই অবস্থান করেন সাখাওয়াত। সঙ্গে নির্বাচনী পরিচালনা বোর্ডের সদস্য বিএনপি নেতা আনিসুল ইসলাম সানিসহ অন্যরা উপস্থিত ছিলেন। সিটি করপোরেশন নির্বাচনটি এবার নানা নাটকীয়তার পর আইভী ও সাখাওয়াত দুই দলের প্রতীকে মেয়র নির্বাচনে অংশ নেন। 
 

 

গোনিউজ২৪/এমএইচএস

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন