ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফোনে কি-প্যাড মিস করেন? তাদের জন্য সুখবর!


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৬, ০৬:৫০ পিএম
ফোনে কি-প্যাড মিস করেন? তাদের জন্য সুখবর!

স্মার্টফোন বাজারে তখনো আসেনি, ফিচার ফোনের ওই জামানায় ফ্লিপফোনের কদর ছিলো আলাদা রকমের। মোটো রেজরের মতো ফ্লিপফোন কেনার স্বপ্ন দেখতেন তখন অনেকেই। কিন্তু স্মার্টফোন এসে ওই চিত্রটাই বদলে দিয়েছে। এখন সব একই রকমের ফোন তৈরি হয়, যে `ফর্ম-ফ্যাক্টর`কে প্র‌যুক্তিবিদরা `বার` ফোন বলেন।

স্যামসাং হোক বা অ্যাপল, কেউই স্মার্টফোন তৈরি করতে গিয়ে ‘বার’ `ফর্ম-ফ্যাক্টর` থেকে বেরুতে পারেনি। ফোনে কি-প্যাড অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ফলে না-খোশ অনেকেই। তবুও মানিয়ে নিতে হচ্ছে। এই একঘেয়ে মোবাইলের বাজারকে এবার একটু নাড়া দিল স্যামসাং, উন্মোচন করল অ্যান্ড্রয়েড ফ্লিপফোন, তাও আবার দু’টো ডিসপ্লে-ওয়ালা।

`ডব্লিউ ২০১৭` নামের ওই ডিভাইস চীনের বাজারের জন্য উন্মোচন করেছে স্যামসাং। যারা ফোনে কি-প্যাড মিস করেন, তাদের জন্য সুখবর। এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে রয়েছে কি-প্যাড, সঙ্গে ৪.২ ইঞ্চির জোড়া ডিসপ্লে। আপাতত সোনালি ও কালো রঙে মিলবে ফোনটি।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সঙ্গে কোয়াডকোর প্রসেসর ও ৪ জিবি র‍্যাম। এতে আরও আছে ১২ মেগাপিক্সেল এফ/১.৭ অ্যাপাচার ক্যামেরা, ৬৪ জিবি ইন্টারনাল মেমরি, ২৫৬ জিবি পর্যন্ত `এক্সপ্যান্ডেবল` কার্ড স্লট।

গো নিউজ২৪/এএফ 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক